facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

অস্ট্রেলিয়া ১১১ বলে অল আউট


০৬ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার, ০৪:৩৬  পিএম


অস্ট্রেলিয়া ১১১ বলে অল আউট

স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে ট্রেন্ট ব্রিজ টেস্টে মাত্র ১১১ বলেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। আর এর মধ্যে ৬০ রানই তুলতে পেরেছে সফরকারীরা। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে এর আগে এত কম বলে কোনো দল অল আউট হয়নি। প্রথম ইনিংসে সবচেয়ে কম বলে আউট হওয়ার আগের রেকর্ডটিও অস্ট্রেলিয়ারই ছিল। ১৮৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১১৩ বলে অল আউট হয়ে গিয়েছিল তারা। সেবার অবশ্য তারা ৫৩ রান করেছিল। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই বিপদে পড়ে। প্রথম ওভারে ১০ রান তুললেও দুটি উইকেট হারায় সফরকারীরা। ২০০৩ সালের পর এই নিয়ে তৃতীয়বারের মতো কোনো টেস্ট ম্যাচের প্রথম ওভারে দুই বা তার বেশি উইকেট পড়তে দেখল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার উইকেট পতনের এই মিছিল আর থামেনি। ২৫ বলে ২১ রান তুলতেই প্রথম ৫ উইকেট হারায় তারা। ২০০৩ সাল থেকে এর চেয়ে কম বলে টেস্ট ম্যাচের কোনো ইনিংসে আর কোনো দল প্রথম ৫ উইকেট হারায়নি। অস্ট্রেলিয়ার ইনিংসে এমন ধস নামান মূলত স্টুয়ার্ট ব্রড। ক্যারিয়ার সেরা বোলিং করা ব্রড ১৫ রানে ৮ উইকেট নেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ১৩ রান করেন মিচেল জনসন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। যে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত রানের চেয়ে অতিরিক্ত খাত থেকেই সর্বোচ্চ ১৪ রান আসে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ