facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

আইসিবি এমডি ইফতিখার


২৯ জুন ২০১৬ বুধবার, ১০:৪৪  এএম

শেয়ার বিজনেস24.কম


আইসিবি এমডি ইফতিখার

রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ফের নিয়োগ পেয়েছেন মো. ইফতিখার-উজ-জামান।

ইফতিখারকে এক বছরের চুক্তিতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান ইফতিখার। তবে পিআরএল বাতিলের শর্তে তাকে ওইপদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এর আগে তিনি গত ৭ ফেব্রুয়ারি আইসিবির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

শীর্ষ গ্রেড পেলেন ইকবাল খান

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. ইকবাল খান চৌধুরীকে সচিব পদমর্যাদা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গত ২৪ এপ্রিল থেকে উক্ত পদে থাকাকালীন পর্যন্ত তাকে এই পদমর্যদা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত সচিব ইকবাল খান গত ১৯ এপ্রিল প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পান।

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের এই কর্মকর্তা এর আগে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নিয়োগ পেয়ে সচিব হিসেবে পদোন্নতি পান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ