০৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার, ১০:৩৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
সপ্তাহ আগেও বাজারে যে ইলিশ ৯০০ দিয়ে কিনতে হয়েছে- তা এখন হরহামেশাই ৪০০ থেকে ৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে ইলিশের বাজার ছিল বেশ চড়া। তার মধ্যেও ভালো বিক্রি হয়েছে। কিন্তু ঈদ একেবারে দ্বারপ্রান্তে আসায় দাম কমেছে। ফলে অর্ধেক দামে দিতে হচ্ছে ইলিশ।
আজ শুক্রবার চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে দেখা যায়, ১০০০ টাকার ইলিশ নেমে এসেছে ৫০০ থেকে ৬০০ টাকায়।
রিয়াজউদ্দিন বাজারের বিক্রেতা আকবর আলী জানান, কোরবানির ঈদ চলে আসায় মানুষ এখন মাছের দিকে নজর দিচ্ছে না। এই সময়টা প্রতি বছরই আমাদের লোকসানে পড়তে হয়। যে ইলিশের দাম ৯০০ টাকা তা এখন বেচতে হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।
সাগরে এসময় বেশি বেশি ইলিশ ধরা পড়ছে বলে জানান ব্যবসায়ী সাইফুল ইসলাম।
তিনি অর্থসূচককে বলেন, আগের চেয়ে এখন ইলিশ বেশি ধরা পড়ছে। তবে সে কারণে ইলিশের দাম কমেনি। ঈদকে কেন্দ্র করে মানুষের ইলিশের প্রতি চাহিদা কমে গেছে। তাই বিক্রিও কম।
আরেক ব্যবসায়ী জানান, এক কেজি বা তার কাছাকাছি ইলিশ বিক্রি করেছি সর্বনিম্ন ১১০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত সেটি এখন বিক্রি করছি ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে।
এদিকে সস্তায় ইলিশ পেয়ে খুশি ক্রেতা। অনেক ক্রেতায় সুযোগ নিয়ে ৫ থেকে ১০ কেজি ইলিশ কিনে রাখছে।
বেসরকারি চাকরিজীবী শাওন কুমার বৈরাগী বলেন, দাম কম, তাই ১০ কেজি ইলিশ কিনেছি। ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি পড়েছে ৪৫০ টাকা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।