২১ নভেম্বর ২০১৬ সোমবার, ০৯:০১ পিএম
শেয়ার বিজনেস24.কম
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের সব কর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে শুক্র ও শনিবার ছুটির দিনও কর অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন।
করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়াসহ সংশ্লিষ্ট সেবার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
আয়কর দিবস উপলক্ষে প্রথমবারের মতো আয়কর সপ্তাহ উদযাপন করবে সংস্থাটি। এ সময় কর অঞ্চলগুলোতে মেলার মতো সেবা পাওয়া যাবে। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ পালন করা হবে।
এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক এ বিষয়ে বলেন, আয়কর দিবস উপলক্ষে এবারই প্রথমবারের মতো আয়কর সপ্তাহ পালন করা হবে। আয়কর সপ্তাহ পালনকালে সব অঞ্চলের করদাতা যাতে মেলার সব সুযোগ-সুবিধা পান তা নিশ্চিত করা হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।