২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০৫:১৩ পিএম
শেয়ার বিজনেস24.কম
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬.২২ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ কোটি ১৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৮৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪.৬৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৯৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১১.৪১ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ৭৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৮ কোটি ৯৪ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমবি ফার্মায় ১০.৭৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসে ১০.৩৪ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলে ৯.৮৬ শতাংশ, ন্যাশনাল টিউব ৮.৯৩ শতাংশ, মডার্ন ডাইংয়ে ৭.৯১ শতাংশ, মুন্নু জুটে ৭.৩৫ শতাংশ এবং ইয়াকিন পলিমারে ৭.১৭ শতাংশ দর কমেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।