facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ ডিসেম্বর সোমবার, ২০২৪

Walton

ঢাবিতে নিন কম্পিউটার প্রশিক্ষণ


০৮ আগস্ট ২০১৫ শনিবার, ০৫:৪০  এএম


ঢাবিতে নিন কম্পিউটার প্রশিক্ষণ

ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট ওয়েবডিজাইন, ওয়েব প্রোগ্রমিংসহ, কম্পিউটারের মৌলিক বিষয়ে প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তি করছে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। কোর্সের বিষয় : ক. Web Design Using HTML/CSS/Java Script & AJAX etc. খ. Web Programming using PHP/MySQL. গ. Office Application for Smart Office : Microsoft Office 2007 এর অন্তর্ভূক্ত Word, Excel, PowerPoint ব্যবহার ও কম্পিউটারে বাংলা লেখার জন্য প্রয়োজনীয় বিষয় সমূহ। ঘ. Web Application Development using WordPress : Content Management System (CMS) ব্যবহার করে Web Developer হিসেবে ক্যারিয়ার গড়ার লক্ষে Word Pressএর অন্তর্ভুক্ত প্রয়োজনীয় বিষয় সমূহ। আবেদনের যোগ্যতা : ন্যূনতম এইচএসসি পাস। বিস্তারিত জানার জন্য তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের ওয়েবসাইট www.iit.du.ac.bd অথবা তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের তথ্য কেন্দ্র (রুম নং ১০৬) অথবা মুঠোফোন : ০১৭৭৯ ৪৮২৯৯৪ নম্বরে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যাতিত) যোগাযোগ কারা যাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ