২১ নভেম্বর ২০১৬ সোমবার, ০৪:২২ পিএম
শেয়ার বিজনেস24.কম
ব্লক মার্কেটে সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সামিট পাওয়ার লিমিটেড। এ কোম্পানি ৩ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে মোট ৭ কোম্পানির শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলো মোট ৮ লাখ ৩৩ হাজার ৮০০ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৭৯ লাখ টাকা।
লংকাবাংলা ফিন্যান্স ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫২ লাখ টাকা।
আরএসআরএম স্টিল ১ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।