facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

রমজান ২২ : আল্লাহর সন্তুষ্টি অর্জনের দোয়া


২৮ জুন ২০১৬ মঙ্গলবার, ০১:০৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


রমজান ২২ : আল্লাহর সন্তুষ্টি অর্জনের দোয়া

২২ রমজান ১৪৩৭ হিজরি, মঙ্গলবার। জাহান্নামের আগুন থেকে মুক্তির দ্বিতীয় দিন আজ। রমজানের শেষ দশকের দ্বিতীয় দিনে আল্লাহর রহমত-বরকতে ধন্য হয়ে তাঁর নৈকট্য লাভে সন্তুষ্টি অর্জনের একটি দোয়া তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মাফ তাহলি ফিহি আবওয়াবা ফাদলিক; ওয়া আংযিল আলাইয়্যা ফিহি বারাকাতিক; ওয়া ওয়াফ্‌ফিক্বনি ফিহি লি-মুঝিবাতি মারদাতিক; ওয়া আসকিন্নি ফিহি বাহ্‌বুহাতি ঝান্নাতিক; ইয়া মুঝিবা দা’ওয়াতিল মুদত্বার্‌রিন।
অর্থ : হে আল্লাহ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং আমাদের ওপর বরকত নাজিল কর। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তাওফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।

পরিশেষে...
আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের দ্বিতীয় দিনে মুসলিম উম্মাহকে দুনিয়ার সকল প্রকার ফিতনার আধিপত্য থেকে মুক্ত করে রহমত বরকতে পরিপূর্ণ করে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। আমিন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: