২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৬:২৭ পিএম
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত আনতে আগামী ২৬ নভেম্বর রাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার সচিবালয়ে খুলনা ও বাগেরহাট জেলায় আইনজীবী সমিতির ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আসন্ন সফরে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির তার সঙ্গি হবেন।
গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২০ কোটি টাকা।
ওই টাকা উদ্ধারের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ। তিনি গত ৭ নভেম্বর ম্যানিলায় পৌঁছান।
গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।