facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৩ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

১ ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের আন্দোলন স্থগিত


২১ নভেম্বর ২০১৬ সোমবার, ০২:৪৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


১ ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের আন্দোলন স্থগিত

ক্ষুদ্র ব্যবসায়ীদের প্যাকেজ ভ্যাটসহ বেশকিছু ইস্যুতে ২০ নভেম্বরের পর নতুন আন্দোলনের ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে সরকারের তরফ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করছে ব্যবসায়ীরা।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে ইতিবাচক বার্তা আসার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআরের সিনিয়র সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবু মোতালেব, দোকান মালিক সমিতির সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
যোগাযোগ করা হলে ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, আমাদের দাবির বিষয়ে এনবিআরের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছি। শিগগিরই এনবিআর আমাদের এ সিদ্ধান্ত জানাবে। ওই সিদ্ধান্তের আলোকে আমরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেব। এ কারণে আগামী পহেলা ডিসেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আশা করছি এ সময়ের মধ্যে ইতিবাচক সমাধান পাওয়া যাবে।
 
চলতি অর্থ বছর ক্ষুদ্র ব্যবসায়ীদের প্যাকেজ ভ্যাট দ্বিগুণ করা হয়েছে। স্বল্প দামের রুটি, বিস্কুট, স্যান্ডেল, গামছা জাতীয় পণ্যের উপরও ভ্যাট আরোপ করা হয়েছে। ভ্যাটের হার ও আওতা বেড়েছে ব্যাপক হারে। ব্যবসায়ীরা এর প্রতিবাদে আন্দোলন করে আসছেন। তাদের দাবি, প্যাকেজ ভ্যাট ১৪ হাজার টাকার উপর ২০ শতাংশ বাড়ানো হোক। সেই সঙ্গে প্যাকেজ ভ্যাট ব্যবস্থাকে নতুন ভ্যাট আইনে স্থায়ী করা হোক। এছাড়া ৩০ লাখ টাকা থেকে ৮০ লাখ টাকা বার্ষিক বিক্রির (টার্নওভার) ক্ষেত্রে ৩ শতাংশ হারে ভ্যাট আদায়েরও বিপক্ষে ব্যবসায়ীরা। টার্নওভার সীমা ৮০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা পর্যন্ত করার দাবি তাদের। এর বাইরে নতুন ভ্যাট আইনে ভ্যাটের হার নিয়েও ব্যবসায়ীদের আপত্তি রয়েছে। ইস্যুটি নিয়ে নানামুখী দেন-দরবারেও কোনো সুরাহা না হওয়ায় গত ১ নভেম্বর ঢাকা মাহানগরীতে এক দিন ধর্মঘট পালন করেন তারা। এর পর ২০ নভেম্বরের মধ্যে সমাধানের জন্য সরকারকে সময়সীমা বেঁধে দেন। উদ্ভূত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ দোকান মালিক সমিতিও কাঁচাবাজারসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে অর্থমন্ত্রী সম্প্রতি এনবিআর চেয়ারম্যানকে ভ্যাট সংক্রান্ত ইস্যুটি নমনীয়ভাবে মোকাবেলার নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরই মধ্যে বেশ কয়েক দফা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ