প্রথম সুযোগেই বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এলেন মোহাম্মদ নাঈম। তানজিদ হাসানকে টপকে এবারের আসরে এখন সবচেয়ে বেশি রানের মালিক খুলনা টাইগার্সের এই ওপেনার। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৮ রানের ইনিংস খেলে ৪৯২ রানে পৌঁছেছেন নাঈম।