সপ্তাহজুড়ে তালিকাভুক্ত সাতটি কোম্পানি ধারাবাহিক দরপতনের শীর্ষে রয়েছে। কোম্পানিগুলো হলো—ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, পিপলস লিজিং, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং ফার্স্ট ফাইন্যান্স। এর মধ্যে বিআইএফসি ও ফার্স্ট ফাইন্যান্স ছাড়া বাকি পাঁচটি কোম্পানি ক্রেতা সংকটে আজ হল্টেড অবস্থায় পৌঁছেছে। তবে বিআইএফসি ও ফার্স্ট ফাইন্যান্সও হল্টেড হওয়ার কিনারায় অবস্থান করছে। স্টকনাও এ তথ্য জানিয়েছে।