
শেয়ারবাজার এখন স্থিতিশীল ও ভালো বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশি বিনিয়োগ আসছে, নতুন নতুন অনেক আইপিও আসছে। আরো আসার প্রক্রিয়ায় রয়েছে।
শেয়ারবাজার নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের এখানে শিল্প মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্প গড়ে তুলতে চায়। এটা ঠিক নয়। শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এখন একটা অবস্থায় গিয়েছে। অনেকেই শেয়ারবাজার থেকে অর্থ নিয়ে শিল্প গড়ে তুলছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও বাজার স্বাভাবিক করতে অনেক কাজ করেছে। সব মিলিয়ে আগামীতে পুঁজিবাজার আরো ভালো হবে বলে আমি বিশ্বাস করি, বলেন আবুল মাল আবদুল মুহিত।
শেয়ার বিজনেস24.কম