২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার, ১০:৫০ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বিনিয়োগকারীদের আস্থা ফিরলেই শেয়ারবাজার স্থিতিশীল হবে
শেয়ারবাজারের মূল শক্তি হলো বিনিয়োগকারীরা। তাদের আস্থার ওপর নির্ভর করে শেয়ারবাজারের ভবিষ্যত। তাদের আস্থা ফিরিয়ে আনতে পারলেই বাজার স্থিতিশীল হবে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন।
বৃহস্পতবিার (২৮ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ৪ দিনব্যাপী ‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারঅ্যাকটিং ইস্যু ফর দ্য টিআরইসি হোল্ডারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিনহাজ মান্নান ইম বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ব্রোকারেজ হাউজের সিইও, সিএফও, কমপ্লায়েন্স অফিসার ও অনুমোদিত প্রতিনিধিদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে অনুমোদিত প্রতিনিধিদের কমপ্লায়েন্সের সকল নির্দেশনা সঠিকভাবে মেনে চলে লেনদেন সম্পন্ন করতে হবে। আপনারা হচ্ছেন বাজারের মূল সহায়ক শক্তি৷
ডিএসই’র এই পরিচালক আরো বলেন, বাংলাদেশে সার্বিক অর্থনীতির সাথে সমন্নয় রেখে শেয়ারবাজার বড় হয়নি। ইতোমধ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাজারে কোনো বাজে আইপিও না আসা। অর্থনীতি উন্নয়নের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এরমধ্যে-টাকা পাচার বন্ধ এবং নিদিষ্ট সময়ের মধ্যে ঋণের কিস্তি না দিলে ঋণ খেলাপি হয়ে যাওয়া ইত্যাদি। আমরা আশাবাদী খুব শীঘ্রই সরকার শেয়ারবাজারের দিকে আরও অধিক নজর দিবে।
মিনহাজ মান্নান ইমন বলেন, একজন বিনিয়োগকারীর জন্য আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কোম্পানির আর্থিক অবস্থা বিবেচনা করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে। অপরপক্ষে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এজন্য অডিট ফার্মগুলোর মূল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমাদের শেয়ারবাজারের পরিধি ছোট হওয়ায় অনেক গুজব বাজারে বিদ্যমান। তাই তিনি প্রশিক্ষণার্থীদের সতর্কতার সাথে লেনদেন সম্পন্ন করার আহবান জানান। কারণ নিয়মকানুন সঠিকভাবে প্রতিপালন করলে বিনিয়োগকারীদের আস্থাও অটুট থাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান পরিচালন কর্মকর্তা মো. ছামিউল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক ও ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান।
মুনাফা তোলার চাপ নিতে পারেনি শেয়ারবাজার
আগের দিন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রাপ্তির খবরে চাঙ্গা ছিল শেয়ারবাজার। তবে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস আগের দিনের চাঙ্গা ভাব ধরে রাখতে পারেনি শেয়ারবাজার। মূলত বুধবার উত্থানের কারণে কিছুটা মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। সেই মুনাফা তোলার চাপে বাজারে পতন হয়েছে।
সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। বেলা ১১টা ১৮ মিনিট পর্যন্ত সূচক উপরের দিকে উঠতে থাকে। এরপর নিচের দিকে নামতে থাকে সূচক। এরপর আর উত্থানে ফিরেনি সূচক। সবশেষ পতনেই শেষ হয় শেয়ারবাজারের লেনদেন।
এদিন পতন হলেও শেয়ারবাজারের লেনদেন আগের দিন থেকে বেড়েছে। তবে বাজার মূলধন ৬৯৫ কোটি টাকা কমেছে শেয়ারবাজার থেকে। লেনদেনে শুরুর আগে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৫ হাজার ৫১ কোটি ৬১ লাখ টাকা। আর লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ বিনিয়োগকারীরা বাজার মূলধন ৬৯৫ কোটি ২২ লাখ টাকা বা ০.১০ শতাংশ হারিয়েছে।
জানা যায়, শেয়ারবাজারে অব্যাহত পতন ঠেকাতে রাষ্ট্রীয় মালিকাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আইসিবিকে সভরেন গ্যারান্টির বিপরীতে এই ঋণ অনুমোদন করে। এই খবরে বুধবার শেয়ারবাজার চাঙ্গা হয়ে যায়। তবে একদিন পরেই আবার পতন শেয়ারবাজারে।
বাজার বিশ্লেষকরা বলছেন, আইসিবির ঋণ প্রান্তির খবরে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়েছিল। তবে একদিনের ব্যবধানে সেই আশায় গুড়েবালি। অব্যাহতভাবে পড়তে থাকা শেয়ারবাজারে বুধবারের উত্থানে কিছুটা মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। আজ সেই মুনাফা তুলতে ব্যস্ত হয়ে পড়ে বিনিয়োগকারীরা। একসাথে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ সহ্য করতে পারেনি শেয়ারবাজার। যার কারণে কিছুটা পতন হয়েছে শেয়ারবাজারে।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ০.৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ১৬ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৫৯ লাখ টাকার বা ৫ শতাংশ।স্টক ব্রোকারেজ
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫টির বা ৩২.০৫ শতাংশের, কমেছে ১৯৬টির বা ৫০.২৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৬৯টির বা ১৭.৬৯ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫টির, কমেছে ৬৯টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৫৩২ পয়েন্টে।
জিএসপি ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড ৩০ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪), ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২২ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি –জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ০১ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি –সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৩০ পয়সা।
শেয়ারবাজারে ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ট্রাস্ট ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসি আরও একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড।
বন্ডটি ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি শেয়ারবাজার থেকে ৪৫০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
আলোচিত বন্ডটি হবে ট্রাস্ট ব্যাংকের সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর-অযোগ্য। অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না।
টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ডের ইউনিট সংখ্যা হবে ৯ হাজার। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির রিটার্নের ধরণ হবে ভাসমান। রেফারেন্স সুদের হারের সঙ্গে মার্জিন যোগ করে এর রিটার্নের হার নির্ধারণ করা হবে।
জিকিউ বলপেনের বিনিয়োগ তদন্তে তিন সদস্যের কমিটি
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেনের আর্থিক প্রতিবেদন এবং এর সহযোগি প্রতিষ্ঠানে বিনিয়োগ তদন্ত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর বিএসইসি তদন্ত কমিটিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে।
তদন্ত কমিটিতে রয়েনে-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোঃ ফারুক হোসেন, সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম এবং সহকারী পরিচালক বিনয় দাস।
এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড ইকোনো বলপয়েন্ট এখন বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। কারণ এর মালিকানাধীন কোম্পানি জিকিউ বলপেন অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতি মোকাবেলা করতে পণ্যটির আধুনিকীকরণ করতে ব্যর্থ হয়েছে।
১৯৮১ সালে ব্যবসা শুরু করে জিকিউ বলপেন। গত এক দশক ধরে কোম্পানিটি ধারাবাহিকভাবে বিক্রয় হ্রাস এবং ক্ষতির সম্মুখীন হয়েছে। এর ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী ম্যাটাডোর বলপয়েন্ট পেন, যা ১৯৯৮ সালে ব্যবসা শুরু করেছে, বর্তমানে বাজারে আধিপত্য বিস্তার করে চলেছে।
বিএসইসির নির্দেশ অনুসারে, তদন্ত কমিটি ২০২৩ সালের জুন পর্যন্ত জিকিউ বলপেনের আর্থিক প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে। এতে কোম্পানির সম্পদ, দায়, ইক্যুইটি, লাভ এবং নগদ প্রবাহের বিস্তারিত পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, কমিটি কোম্পানিটির সহযোগি প্রতিষ্ঠানে ৯ কোটি ৫৬ লাখ টাকা বিনিয়োগ এবং সেইসাথে ট্যাক্স হলিডে রিজার্ভের ৮ কোটি ৩৫ লাখ টাকার অ-পারফর্মিং বিনিয়োগগুলি যাচাই করবে।
মুন্নু এগ্রোর স্টক ডিভিডেন্ডে অসম্মতি
শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল আগামী ১ ডিসেম্বর। বিএসইসি স্টক ডিভিডেন্ডে সম্মতি না দেওয়ায় এই রেকর্ড ডেট প্রযোজ্য হবে না।
এদিকে কোম্পানি জানিয়েছে, বিএসইসির অনুমোদন পেলে স্টক ডিভিডেন্ডের জন্য নতুন রেকর্ড ডেট ঘোষণা করবে।
এস এস স্টিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস স্টিল লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ০২ পয়সা।
৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য পুনর্মূল্যায়ন ছাড়া (এনএভি) হয়েছে ১৭ টাকা ৫৮ পয়সা।
পিপলস লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১১ টাকা ০৮ পয়সা লোকসান হয়েছিল।স্টক ব্রোকারেজ
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় হয়েছে ১৩৫ টাকা ৭০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।
‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিংয়ের ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
নিয়ম অনুযায়ী কোন কোম্পানি পরপর দুই অর্থবছরে ডিভিডেন্ড না দিলে ‘জেড’ ক্যাটাগরিতে চলে যায়। ম্যাকসন্স স্পিনিংও পরপর দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হওয়ায় স্টক ব্রোকার ও মার্কেন্ট ব্যাংকারদের কোম্পানিটিতে বিনিয়োগের জন্য ঋণ প্রদান না করতে বলা হয়েছে।
বিডি পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত বিডি পেইন্টস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
ড্রাগন সোয়েটারের আয় বেড়েছে ৬৩ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১১ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৩ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৪১ পয়সা।
সাবমেরিন ক্যাবলসের এজিএমে লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ১৬ তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানি ঘোষিত ৪০ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করেছেন।
বুধবার (২৭ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পাসসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।
বিএসসিপিএলসি সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. জানে আলম, ব্রিগেডিয়ার জেনারেল ইকরাম আহমেদ ভূঁইয়া, এএফডব্লিউসি, পিএসসি,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব, সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মনিরুজ্জামান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো পিপলস লিজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেবেনা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ১৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ০৮ পয়সা লোকসান হয়েছিল।
৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৩৫ টাকা ৭০ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।
এআইবিএল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক (এআইবিএল) পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় চলতি ২০২৪ হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য বার্ষিক কুপন রেট এবং রেকর্ড তারিখ ঘোষণা করা হবে। বন্ডটির ইস্যুয়ার আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।
শাহজালাল ইসলামী ব্যাংক বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় চলতি ২০২৪ হিসাব বছরের জন্য বার্ষিক কুপন রেট এবং রেকর্ড তারিখ ঘোষণা করা হবে।
বন্ডটির ইস্যুয়ার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
এফএএস ফাইন্যান্সের তিন প্রান্তিক একত্রে প্রকাশ
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক
সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৮৫ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১০৯ টাকা ৮৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৬৪ পয়সা লোকসান ছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১১৫ টাকা ৩৫ পয়সা।
তৃতীয় প্রান্তিক
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ৪ টাকা ৩৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১২০ টাকা ৭৪ পয়সা।
হামি ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল
পুঁজিবাজারে স্বল্পমূলধনীর কোম্পানি হিসেবে পরিচিত ইমাম বাটনের বিরুদ্ধে অনিয়মের নানান অভিযোগ ছিলো। সম্প্রতি কোম্পানিটির নাম পরিবর্তন করে রাখা হয়- হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। পর্ষদ পুনর্গঠন এবং নাম পরিবর্তনের পরেও কোম্পানিটির নিয়ম লঙ্ঘনের মাত্রা কমেনি। তাতে বিএসইসি থেকে একাধিকবার সতর্ক, জরিমানা করেও মিলেনি সমাধান।
সম্প্রতি কোম্পানিটি তাদের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক হাসিব হাসানের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আলোচ্য শেয়ার ইস্যুর জন্য অনুমোদন চাইলে তা নাকচ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি জানায়, হামি ইন্ডাস্ট্রিজের ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার জন্য সম্মতি দেওয়ার অবস্থানে নেই কমিশন। কোম্পানিটির আবেদন নাকচ করে দেওয়ার পেছনে দুটো কারণও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
জানা যায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ লঙ্ঘন করে শেয়ার মানি ডিপোজিটের জন্য মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল করা হয়। এছাড়া কোম্পানিটি জাল ও বানোয়াট নথি প্রদান করে বলে জানায় বিএসইসি।
পর্ষদ সভার তারিখ জানালো গোল্ডেন সন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২ ডিসেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ড্রাগন স্যুয়েটারের লভ্যাংশ ঘোষণা
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন স্যুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বুধবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ১২ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর।
লোকসান কাটাতে পারেনি রিং শাইন টেক্সটাইল
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড।
বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৮৬ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৮ টাকা ৮২ পয়সা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।