facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

কোটা আন্দোলনে প্রতিটি হত্যায় দায়ীদের বিচার হবে: প্রধানমন্ত্রী


০১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ০১:৫০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


কোটা আন্দোলনে প্রতিটি হত্যায় দায়ীদের বিচার হবে: প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় প্রতিটি হত্যাকাণ্ডে দোষীদের বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোটা আন্দোলনে প্রতিটি হত্যা ও অন্যান্য সহিংসতার আন্তর্জাতিক মানের সুষ্ঠু তদন্ত হবে। যেই দায়ী হোকে দোষীদের বিচার হতেই হবে। আর সহিংসতার তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলতে স্বাগত জানাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষকলীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার সমালোচনা করে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, মানুষ মেরে ঝুলিয়ে রাখা কোন ধরনের আন্দোলন।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। মাসের প্রথমার্ধ অনেক শান্তিপূর্ণ থাকলেও ১৬ জুলাই থেকে তা সহিংসতায় রূপ নেয়। বিশেষ করে ১৬ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের দিন পুলিশ, বিজিবি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের দিন পরিস্থিতি ভয়াবহ হয়। চার দিন পর ২০ জুলাই সকালে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় বিক্ষোভকারীদের হামলায় পুলিশের এএসআই মোহাম্মদ মোক্তাদির নিহত হন। সেদিন হত্যার পর তার মরদেহ রায়েরবাগ ফুট ওভারব্রিজে ঝুলিয়ে রাখে বিক্ষোভকারীরা। এর সমালোচনা করে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, মানুষ মেরে ঝুলিয়ে রাখা কোন ধরনের আন্দোলন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: