facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ জুলাই শুক্রবার, ২০২৪

Walton

পুঁজিবাজারের উন্নয়নে বাজেটে পরিকল্পনা জরুরি


০৩ জুন ২০২৪ সোমবার, ০৯:৪৪  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


পুঁজিবাজারের উন্নয়নে বাজেটে পরিকল্পনা জরুরি

পুঁজিবাজারের উন্নয়নে আসন্ন বাজেটে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা নির্ধারণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। তিনি বলেন, ‘‌একটি টেকসই বাজার কাঠামোর জন্য অর্থবাজার, পুঁজিবাজার ও অন্যান্য প্রাসঙ্গিক কাঠামোর একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত আমাদের আর্থিক বাজার কাঠামো কার্যত অনেকাংশে ব্যাংক ব্যবস্থা তথা অর্থবাজারের ওপর নির্ভরশীল, যার বিভিন্ন নেতিবাচক প্রভাব অর্থনীতিতে দেখা যাচ্ছে।’

সিএসইর কার্যালয়ে অনুষ্ঠিত গতকাল জাতীয় বাজেট ২০২৪-২৫ প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিএসইর পরিচালক মেজর এমদাদুল ইসলামের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার। এ সময় সিএসইর পরিচালক নকিব উদ্দিন খান ও মোহাম্মদ আক্তার পারভেজ উপস্থিত ছিলেন।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘‌জাতীয় বাজেট দেশের জন্য শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত দিকনির্দেশনাও বটে। আসন্ন বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন কৌশল নেয়া যেতে পারে। যেমন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়ানো, কার্যকর করপোরেট বন্ড মার্কেট চালুকরণ, পুঁজিবাজারে পণ্য বৈচিত্র্যকরণ, মার্কেট ক্যাপ জিডিপি রেশিও বাড়ানো, কার্যকারী বেসরকারি বন্ড মার্কেট প্রস্তুতকরণ, বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানো ইত্যাদি। এর মধ্যে প্রচলিত অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড ও ছোট ক্যাপ বোর্ডে তালিকাভুক্তি উৎসাহিত করতে তিন বছরের জন্য কর অব্যাহতি প্রদান করা, কমোডিটি ও ইকুইটি ডেরিভেটিভ সহজভাবে চালু করতে বিনিয়োগকৃত হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর সব ধরনের কর প্রত্যাহার এবং সহজভাবে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করতে কমোডিটি এক্সচেঞ্জে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি ইত্যাদি।’

তিনি বলেন, ‘‌২০৪১ সালে একটি উন্নত দেশে উন্নীতকরণের জন্য যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য একটি যথোপযুক্ত অর্থবাজার কাঠামো তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে সিএসই এমডি বলেন, ‘‌দেশের করপোরেট ফাইন্যান্স ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরশীল। যদি ক্যাপিটাল মার্কেটকে একটা টেকসই অবকাঠামো দিতে না পারি তাহলে ব্যাংক ব্যবস্থার ওপর আমাদের নির্ভরশীলতা কমানো সম্ভব হবে না। পুঁজিবাজারের জন্য বাজারের একটি কাঠামো দরকার। দেশী ও বিদেশী বিনিয়োগ বাড়ানো গেলে পুঁজিবাজারের আস্থা ফেরানো যাবে। তাছাড়া কর পলিসি পরিবর্তন ও মানি মার্কেটের ওপর নির্ভরশীলতা কমিয়ে ক্যাপিটাল মার্কেটে আমাদের নির্ভরতা বাড়াতে হবে।’

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: