facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

সতর্ক অবস্থানে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা


৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার, ০২:৪৪  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


সতর্ক অবস্থানে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তিন দিন বন্ধ থাকার পর গত বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেন চলছে। আজ মঙ্গলবার পর্যন্ত ৫ দিন শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এর মধ্যে চার দিনই দরপতন হয়েছে।

গত বুধবারের বড় দর পতনের পর রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির বিনিয়োগে ভর করে বৃহস্পতিবার বেড়েছিল অধিকাংশ কোম্পানির শেয়ারদর এবং সূচক। তবে আর্থিক সক্ষমতা কম থাকার কারণে চাইলেও প্রতিদিন বাজারের হাল ধরতে পারছে না আইসিবি। তাতে কোনভাবেই আশার আলো দেখতে পাচ্ছে না সাধারণ বিনিয়োগকারীরা। উল্টো শেয়ার বিক্রির চাপে নিয়মিত বিরতিতে দরপতন এবং সূচক কমতির ধারা অব্যাহত রয়েছে।

শেয়ারবাজার-সংশ্লিষ্টরা জানান, দেশের আপাত স্বাভাবিক পরিস্থিতি যে আদতে স্বাভাবিক নয়, তা প্রায় সবাই অনুভব করছেন। শীর্ষ এক ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে বলেন, প্রায় সবার মধ্যে কম-বেশি চাপা অস্থিরতা বিরাজ করছে। গতকালও লেনদেনের মাঝে ঢাকার বিভিন্ন স্থানে ছাত্রদের রাস্তায় নেমে আসার খবর ছড়িয়ে পড়লে অনেকের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা গেছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। বিনিয়োগকারীরা অর্থনীতি ঘিরে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা দেখছেন। ফলে সতর্ক সবাই। এর প্রতিফলনই দেখা যাচ্ছে লেনদেনে।

ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বনিম্ন দরসীমা ৩ শতাংশে বেঁধে দেওয়ার কারণে দ্রুত ক্রেতাশূন্য হয়ে পড়ছে অনেক শেয়ার, যা পুরো বাজারে দর পতনের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে হাল ধরার মতো বিনিয়োগকারীও নেই। ফলে যা হওয়ার তাই হচ্ছে।

আজ মঙ্গলবার ডিএসই সূত্রে জানা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক কমেছে আরও ৬০ পয়েন্ট। এর আগের দিন ৫৩ পয়েন্ট হারিয়েছে ডিএসই। পাশপাশি গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার (৩০ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৭১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১১৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৮৮১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১৮ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫টি কোম্পানির, বিপরীতে ৩৪০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

দরবৃদ্ধির শীর্ষেও টেকনো ড্রাগস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ২৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লেনদেনের সেরা কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড।

মঙ্গলবার (৩০ জুলাই) টেকনো ড্রাগসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। আর ৩ দশমিক ৯০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন।

মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেকিট বেনকিজার, সালভো কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, রিলায়েন্স ফান্ড, রবি এবং ব্যাংক এশিয়া।

এদিকে মঙ্গলবার (৩০ জুলাই) টেকনো ড্রাগসের ৮৩ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের আজ ৩০ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ৮২ লাখ ৩৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনআরবি ব্যাংক, স্যালভো কেমিক্যাল, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি, লাভেলো, মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ