
কুইন সাউথ টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
মুনাফা করেও লভ্যাংশ দেবে না এশিয়াটিক ল্যাবরেটরিজ
গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।
বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ১৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ০৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৬৪ টাকা ৪৮ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
ক্রাফটসম্যান ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আগের বছর আয় হয়েছিল ২ টাকা ৩৫ পয়সা।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ০৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি পরিচালকগণ ব্যতীত অন্যান্য শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৭ পয়সা।
এছাড়া, গত ৩০ জুন,২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৬ জানুয়ারি,২০২৫ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর ২০২৪।
এবি ব্যাংকের আয় কমেছে
পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১৩ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫৪ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৮ টাকা ৯৩ পয়সা।
লোকসানে ইউনিয়ন ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫২ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি টাকা ১ পয়সা ৩৫ আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৪১ পয়সা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটি শেয়ার প্রতি ২৬ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ৩১ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি ৪৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩০ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৮৮ পয়সা।
কোয়েস্ট বিডিসির প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৫ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ০২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ১২ পয়সা।
তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৫৫ কোটি টাকা
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) পরিচালন মুনাফা প্রায় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৩৫৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৬৬ কোটি টাকা। এছাড়া সমন্বিত হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা, আগের বছর ইপিএস ৮ পয়সা ঋণাত্মক ছিল। একক হিসেবে ইপিএস ৫৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ পয়সায়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ব্যাংকের গুলশান শাখার মিটিংরুমে এই পর্যদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, খান মোহাম্মদ আব্দুল মান্নান ও অধ্যাপক ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি কবীর আহমেদ ও মোহা. হুমায়ন কবীর, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব এবং সিএফও মো. জাফর ইকবাল ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিবেদনের তথ্য মতে, ২০২৪ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমান দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪ কোটি টাকা। আলোচ্য সময়ে বিতরণকৃত ঋণের পরিমান ১৪ হাজার ৬৯৪ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সুদ আয় হয়েছে ১ হাজার ১৬৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৯৫২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুদ আয় বেড়েছে ২২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে এককভাবে মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৬ কোটি টাকা, গত বছর যা ছিল ১ হাজার ৩২১ কোটি টাকা। এছাড়া সমন্বিত হিসেবে এনএভি দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬ কোটি টাকা, গত বছর আলোচ্য সময়ে যা ছিল ১ হাজার ৩৬৪ কোটি টাকা।
এছাড়া এককভাবে শেয়ারপ্রতি এনএভি ১৫.৯৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬.৮৫ টাকা এবং সমন্বিতভাবে শেয়ারপ্রতি এনএভি ১৬.৪৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭.৩৪ টাকা।
ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, এনআরবিসি ব্যাংক গ্রাহকদের সেবার মান বৃদ্ধিসহ গুণগত মানসম্পন্ন ঋণ বিতরণ বাড়িয়েছে। এজন্য একদিকে আমানত সংগ্রহ যেমন বেড়েছে অন্যদিকে ঋণ বিতরণও বৃদ্ধি পেয়েছে। সুদ থেকে আয়ের পরিমান উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পাওয়ায় পরিচালন মুনাফা এবং ইপিএস বেড়েছে। ঋণ বিতরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঋণ আদায়ে তৎপরতা জোরদার করে বছর শেষে শেয়ারহোল্ডারদের জন্য ভালো অঙ্কের ডিভিডেন্ট প্রদান করা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করি।
তৃতীয় প্রান্তিকে রেকর্ড ইপিএস লিন্ডে বিডির
পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) রেকর্ড পরিমান বেড়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০০ টাকা ০১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫১ পয়সা।
অর্থবছরের, তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১৩ টাকা ০৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৫৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২২০ টাকা ৩১ পয়সা।
পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিল ইউএস এসইসি
পুঁজিবাজারে বিদ্যমান আইনকানুনের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, কার্যকর সার্ভেইল্যান্স ও এনফোর্সমেন্ট কৌশল, বিনিয়োগ শিক্ষা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিকরণসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্র সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে বিশ্বব্যাংক ও ইউএস এসইসি এর যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি ডে’ শীর্ষক সেশনে এসব বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মো. মোহাইমিনুল হক স্বাক্ষিরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
অনুষ্ঠান পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন ইউএস এসইসির রিস্ক স্ট্রাটেজিস্ট মিস্টার নীতিশ বাহাদুর, ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিস্টার পাউল গামাগে। এসময় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ইউএস এসইসির কর্মপদ্ধতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
সেশনে ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম, বিএমবিএ, এএএমসিএমএফ, এসিআরএবি, বিএনপিএলসি, বিসিপিইএবি, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি, সিএমএসএফ, আইসিবি এবং দেশের পুঁজিবাজারে কর্মরত ডিএসই ও সিএসইর ট্রেড হোল্ডার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স, ক্রেডিট রেটিং কোম্পানিজ, ফান্ড ম্যানেজার, সিকিউরিটিস কাস্টোডিয়ান, মিউচুয়াল ফান্ড কাস্টোডিয়ান, ট্রাস্টি অফ অল্টারনেটিভ ফান্ড, ট্রাস্টি অফ ডেবিট সিকিউরিটিস প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলোদেশের পুঁজিবাজারের মধ্যস্ততাকারীসহ বিভিন্ন অংশীজনদের ভূমিকা কী হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের প্রেক্ষিতে অংশীজনরা কী ভূমিকা রাখছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচকবৃন্দ বাংলাদেশের পুঁজিবাজার আগামীতে আরও ভালো করবে বলে সেশনে আশাবাদ ব্যক্ত করেন।
গত ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চারদিন ব্যাপী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দদের অংশগ্রহণে বিএসইসি, বিশ্বব্যাংক ও ইউএস এসইসির যৌথ উদ্যোগের ‘কনফারেন্স ও এনহ্যানসিং সিকিউরিটিস রেগুলেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার মু. মোহসিন চৌধুরী। এছাড়াও বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মিজ শ্যারন কেলি, ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিস্টার পাউল গামাগে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
চারদিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ইউএস এসইসি এররিস্ক স্ট্রাটেজিস্ট মিস্টার নীতিশ বাহাদুর , ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিস্টার পাউল গামাগে, ব্রাঞ্চ চিফ মিস্টার টম স্বীর, সিনিয়র স্পেশাল কোনসেল মিস্টার সেলেস্তে ম. মারফি বিশেষ করে পুঁজিবাজারে বিদ্যমান আইনকানুনের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, কার্যকর সার্ভেইল্যান্স ও এনফোর্সমেন্ট কৌশল, বিনিয়োগ শিক্ষা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিকরণসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন।
এধরণের আয়োজনের মাধ্যমে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সক্ষমতা বৃদ্ধি পাবে যা দেশের পুঁজিবাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
লোকসানে ব্যাংক এশিয়া
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১৮ পয়সা।
অন্যদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ০৬ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৬ টাকা ৫৫ পয়সা।
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১০ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৭০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ০৫ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৪৮ পয়সা।
তৃতীয় প্রান্তিকে ডিবিএইচের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কর পরবর্তী নিট মুনাফা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সাথে কোম্পানির ২০২৪ সালের তিন প্রান্তিকে (জানুয়ারী’২৪-সেপ্টেম্বর’২৪) পরিচালন মুনাফার ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা তৃতীয় প্রান্তিকে ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) তৃতীয় প্রান্তিকে ১ টাকা ৬৮ পয়সায় পৌঁছেছে, যা গত বছরের একই প্রান্তিকের ১ টাকা ২০ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ইপিএস ছিল ৩ টাকা ৭৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬৬ পয়সা।
গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ এর ঋণ বিতরণ ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার অন্যতম কারণ ব্যবসার ভৌগলিক সম্প্রসারন ও সেবার পরিসর বৃদ্ধি। ২০২৩ সালের মে মাসে প্রতিষ্ঠানটি ইসলামিক ফাইন্যান্সিং উইং এর মাধ্যমে শরিয়াহ্ সম্মত সেবাসমূহ চালু করে এবং বেশ কিছু নতুন শাখার চালু করে, যার মাধ্যমে সমস্ত বিভাগীয় শহরে সেবা নিশ্চিত করেছে। বছরের প্রথম নয় মাসে কোর ডিপোজিট পোর্টফোলিও প্রবৃদ্ধি হয়েছে ১১.২০ শতাংশ যা গ্রাহকদের আস্থা নির্দেশ করে। ডিবিএইচ ১৯ বছর ধরে ধারাবাহিকভাবে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ (এএএ) অর্জন করেছে।
খেলাপী ঋণের পরিমান পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়ে ০.৯৮ শতাংশ হলেও দেশের সার্বিক আর্থিক খাতের খেলাপী ঋণের তুলনায় তা সবচেয়ে কম, যা কোম্পানির উন্নত ঝুঁকি ব্যবস্থাপনার কারণে সম্ভব হয়েছে। পরিচালন দক্ষতার ক্ষেত্রে, ডিবিএইচ এর খরচ—আয় অনুপাত উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে, যা গত বছরের ৩০ শতাংশ থেকে ২৭.৮ শতাংশ এ নেমে এসেছে এবং এই সেক্টরের মধ্যে অন্যতম কম।
ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ডিবিএইচের এই আর্থিক সফলতা কোম্পানির সুদৃঢ় আর্থিক সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতার প্রতিফলন। ডিবিএইচের গ্রাহক কেন্দ্রিক ফোকাস, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে ডিবিএইচের পার্থক্য গড়ে দিয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের ৪ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা ৪ লাখের বেশি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
কোম্পানির উদ্যোক্তা মিজানুর রহমান চৌধুরী ৪ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। গত ১৬ অক্টোবর আলোচ্য শেয়ার বিক্রির ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পৌনে ৯ লাখ শেয়ার হস্তান্তর
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক পৌনে ৯ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পরিচালক তানভির আহমেদ মোস্তফা ৮ লাখ ৮৫ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। আলোচ্য শেয়ার তার স্ত্রী সামিরা রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেন তিনি।
এর আগে গত ২৭ অক্টোবর তিনি ডিএসই ওয়েবসাইটে শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।
১৪ মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি মিউচুয়াল ফান্ড গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম ও তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এক নজরে মিউচুয়াল ফান্ডগুলোর আর্থিক প্রতিবেদন
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড: সমাপ্ত প্রথম প্রান্তিকের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৩ পয়সা। গত বছর একই সময়ে ০.০০০৪ পয়সা লোকসান ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ২২ পয়সা।
এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড: সমাপ্ত প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬২ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ১ পয়সা।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড: সমাপ্ত প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। যেখানে গত বছর একই সময়ে ০.০০৩ পয়সা আয় ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৬৬ পয়সা।
সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড: সমাপ্ত প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ০.০১ পয়সা লোকসান ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৮৩ পয়সা।
আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান: সমাপ্ত প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ২১ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৪৫ পয়সা।
আইসিবি সোনালী ওয়ান ফান্ড: সমাপ্ত প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৭২ পয়সা। গত বছর একই সময়ে ০.০২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৯৯ পয়সা।
আইসিবি অগ্রণী ওয়ান ফান্ড: সমাপ্ত প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছর একই সময়ে ০.০০৪ পয়সা লোকসান ছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ৭৪ পয়সা।
আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড: সমাপ্ত প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে ৪ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৯৩ পয়সা।
ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড: প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৮০ পয়সা।
প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা। গত বছর একই সময়ে ১০ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৩৭ পয়সা।
আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ০২ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৯৪ পয়সা।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড: চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৫ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজারমূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ২৮ পয়সা।
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে ০৬ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৬১ পয়সা।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১০ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজারমূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৫ পয়সা।
ইউনাইটেড ফাইন্যান্সের পর্ষদে আসছে পরিবর্তন, বিক্রি হবে শেয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের সাড়ে ৬ কোটির বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে কোম্পানিটির তিন উদ্যোক্তা ও ১০ পরিচালক। শেয়ার বিক্রির পাশাপাশি কোম্পানিটির পরিচালনা পর্ষদেও পরিবর্তন আসবে। আলোচ্য শেয়ারের ক্রেতারা নিয়ন্ত্রক সংস্থার অনুমতিসাপেক্ষে পরবর্তীতে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালক হবেন।
ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটির বোর্ড সভায় বর্তমান পর্ষদের ৩ উদ্যোক্তা ও ১০ পাবলিক শেয়ারহোল্ডারের হাতে থাকা ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৮৭৭টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে। গতকাল কোম্পানিটির ২২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। পৃথকভাবে এসব শেয়ার বিক্রির জন্য গতকাল ক্রেতাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে কোম্পানিটি ও বিক্রেতারা।
ইউনাইটেড ফাইন্যান্স জানায়, বাংলাদেশের আইন মেনে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সাপেক্ষে শেয়ারহোল্ডারদের সব শেয়ার বিক্রির চুক্তি হয়েছে। এছাড়া লেনদেন সম্পন্ন করার পর আলোচ্য শেয়ারের নতুন ক্রেতারা নিয়ন্ত্রক সংস্থার অনুমতিসাপেক্ষে পরবর্তীতে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালক হবেন।
২ কোটি শেয়ার বেচবে ইউনাইটেড ইন্স্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটির বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে কোম্পানিটির দশ উদ্যোক্তা-পরিচালক। আলোচ্য শেয়ারের ক্রেতারা নিয়ন্ত্রক সংস্থার অনুমতিসাপেক্ষে পরবর্তীতে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালক হবেন।
ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটির বোর্ড সভায় বর্তমান ৭ উদ্যোক্তা ও ৩ পাবলিক শেয়ারহোল্ডারের হাতে থাকা ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৯৫০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে। পৃথকভাবে এসব শেয়ার বিক্রির জন্য গতকাল (৩০ অক্টোবর) ক্রেতাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে কোম্পানিটি।
ইউনাইটেড ইন্স্যুরেন্স জানায়, বাংলাদেশের আইন মেনে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সাপেক্ষে শেয়ারহোল্ডারদের সব শেয়ার বিক্রির চুক্তি হয়েছে। এছাড়া লেনদেন করার পর আলোচ্য শেয়ারের নতুন ক্রেতারা নিয়ন্ত্রক সংস্থার অনুমতিসাপেক্ষে পরবর্তীতে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালক হবেন।
ডেল্টা লাইফের তিন প্রান্তিক একত্রে প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের বৃহৎ কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স একসঙ্গে বছরের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এসব তথ্য পাওয়া গেছে।
প্রথম প্রান্তিক: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় হয়েছে ১৯১ কোটি ৮৬ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ১৯৭ কোটি ৪২ লাখ টাকা। তাতে প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় কমেছে।
গত ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯৪৩ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩১ মার্চ যা ছিল ৩ হাজার ৯৪৫ কোটি টাকা।
চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ২১২ কোটি ৮৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২২৩ কোটি ৬৭ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিক: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় হয়েছে ২০৯ কোটি ০২ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ১৮৬ কোটি ০৩ লাখ টাকা। তাতে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় কমেছে।
গত ৩০ জুন সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯৮৪ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন যা ছিল ৩ হাজার ৯৪৭ কোটি টাকা।
চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ২৫৮ কোটি ৬০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৬০ কোটি ৪৪ লাখ টাকা।
তৃতীয় প্রান্তিক: গত ৩০ সেপ্টম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই ‘২৪-সেপ্টেম্বর’২৪ ) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম ২০৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ২১১ কোটি ৭৫ লাখ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯০৫ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর যা ছিল ৩ হাজার ৯৬২ কোটি টাকা।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ৩৪৮ কোটি ৮১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৫৬ কোটি ৪০ লাখ টাকা।
বুধবার সন্ধ্যা ছয়টায় ডেল্টা লাইফের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৩১ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক; ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পর্ষদ সভা করবে বারাকা পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৭ নভেম্বর বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এনসিসি ব্যাংকের প্রায় ৬০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা প্রায় ৬০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির উদ্যোক্তা রাজিয়া হোসাইন ৫৯ লাখ ৮৬ হাজার ৮৯০টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি আলোচ্য শেয়ার তার স্বামী ও কোম্পানির আরেক উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের কাছে উপহার হিসেবে হস্তান্তর করবেন।
৩১ অক্টোবরের মধ্যে ঘোষনাকৃত শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।
ফিনিক্স ফাইন্যান্সের ২৩ লাখ শেয়ার গ্রহণের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের মনোনীত পরিচালক ২৩ লাখের বেশি শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির মনোনীত পরিচালক মেহেরুন হক ২৩ লাখ ২৮ হাজার শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি এই শেয়ার তার স্বামী মাজহারুল হকের (প্লেসমেন্ট শেয়ারহোল্ডার) থেকে উপহার হিসেবে গ্রহণ করবেন।
৩১ অক্টোবরের মধ্যে আলোচ্য শেয়ার গ্রহণ করবেন তিনি।
উৎপাদনে ফিরেছে গ্লোবাল হেভি কেমিক্যালসের বন্ধ কারখানা
রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা সাময়িক বন্ধ থাকার পর উৎপাদন শুরু করেছে। তবে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করেছে বলে জানায় কোম্পানিটি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৫ অক্টোবর কারখানাটি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটি জানায়, আজ ৩১ অক্টোবর থেকে কিছু ইউনিটে স্বল্প পরিসরে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এ কার্যক্রমের সঙ্গে গ্যাস সরবরাহের সংযুক্তি নেই।
কোম্পানিটি আরও জানায়, কারখানা সাময়িক বন্ধ রাখার ঘোষণায় যেসব শ্রমিক, স্টাফ চাকরি ছেড়েছে; তাদের শ্রম আইন অনুযায়ী সকল বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।
ডিএসইতে ২০১৩ সালে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ।
শেয়ার বিজনেস24.কম