১০ জুলাই ২০২৪ বুধবার, ১২:২৩ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
বন্ড ইস্যুর অনুমোদন পেল পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি স্টার অ্যাডহেসিভস লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটিকে গতকাল মঙ্গলবার বন্ড ইস্যুর অনুমতি দিয়েছে।
আজ বুধবার (১০ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোদন পাওয়া বন্ডটির নাম ‘স্টার অ্যাডহেসিভস কনভার্টিবল বন্ড।’ ছয় বছর মেয়াদী এ বন্ডটি হবে আনসিকিউরড, রূপান্তরযোগ্য বন্ড। এর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। যার প্রতি ইউনিটের মূল্য হবে ১ লাখ টাকা।
বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে স্টার অ্যাডহেসিভস ব্যবসা সম্প্রসারণ এবং ব্যাংকের ঋণ পরিশোধ করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।