০৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ১০:১৩ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) আইভিএসিএস তাদের ওয়েবসাইটে এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিরাজমান পরিস্থিতির কারণে বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।