facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আ.লীগ নেতা নাহিদ


১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৭:১৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আ.লীগ নেতা নাহিদ

রাজধানীতে বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" এর অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা মো. মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রমনা থানা পুলিশ তাকে নীলফামারীর ডোমার থানার কাছে হস্তান্তর করে।

গ্রেপ্তার নাহিদ ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। পাশাপাশি, তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্বেও ছিলেন।

পুলিশ জানায়, বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে আদালতে পাঠানোর পর তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, "ঢাকার রমনা থানা পুলিশ বিশেষ অভিযানে নাহিদকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ সকালে তাকে পুলিশি নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।"

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ