facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

অবিশ্বাস্য জয়ে লংকানদের হোয়াইটওয়াশ করল ভারত


৩১ জুলাই ২০২৪ বুধবার, ০৯:৫৯  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


অবিশ্বাস্য জয়ে লংকানদের হোয়াইটওয়াশ করল ভারত

সিরিজ আগেই ঘরে তুলেছিল ভারত। শেষ ম্যাচটি ছিল স্রেফ নিয়মরক্ষার। তবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লংকান সুপার ওভারে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল।

পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। জবাবে জয়ের খুব কাছে থেকেও ৮ উইকেট হারিয়ে ভারতের সমান ১৩৭ রানে আটকে যায় স্বাগতিকরা। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে শ্রীলংকা কেবল ২ রান সংগ্রহ করে ২ উইকেট হারিয়ে। জবাবে প্রথম বলেই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন অধিনায়ক সূর্য।

টস হেরে প্রথমে ব্যাট করা ভারতের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার শুভমান গিল। ৩৭ বলে ৩টি চারে এই সংগ্রহ করেন তিনি। এছাড়া রিয়ান পরাগ ২৬ ও ওয়াশিংটন সুন্দর ২৫ রান করেন।
শ্রীলংকান বোলার মহেশ থিকশানা ৩টি ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই লংকান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তারা ৮.৫ ওভারে ৫৮ রান তোলেন। নিশাঙ্কা রবি বিষ্ণোইর বলে ২৬ রানে আউট হন। আর দলকে ভালো অবস্থানে রেখে একই বোলারের বলে ব্যক্তিগত ৪৩ রানে ফেরেন মেন্ডিস।

এরপর দারুণ ব্যাটিংয়ে লংকানদের জয়ে দিকে নিয়ে যাচ্ছিলেন কুশল পেরেরা। তবে ১৯ ও ২০তম ওভারে দুই পার্টটাইম বোলারে সর্বনাশ হয় স্বাগতিকদের। শেষ দুই ওভারে শ্রীলংকার জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯ রান। তবে ১৯তম ওভারে রিঙ্কু সিং বোলিংয়ে এসে মাত্র ৩ রান দিয়ে পেরেরা ও রমেশ মেন্ডিসকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন। পেরেরা ৪৬ রানে আউট হন।

আর পরের ওভারে ৬ রান দরকার হলে আরেক পার্টটাইম সূর্যকুমার বল হাতে বাজিমাত করেন। তিনি কামিন্দু মেন্ডিস ও থিকশানাকে পর পর দুই বলে আউট করে ও ৫ রান খরচ করে ওভার শেষ করেন। এরপর ম্যাচ টাই হলে সুপার ওভারে গড়ায়। আর সেখানে একচেটিয়া আধিপত্য দেখিয়ে জয় নিশ্চিত করে ভারত। ম্যাচ সেরার পুরস্কার পান ওয়াশিংটন সুন্দর। আর সিরিজ সেরা অধিনায়ক সূর্যকুমার যাদব।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ