১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ০৭:০৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, প্রজেক্টস অ্যান্ড ইনিশিয়েটিভস, অল্টারনেট ব্যাংকিং চ্যানেল পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, প্রজেক্টস অ্যান্ড ইনিশিয়েটিভস, অল্টারনেট ব্যাংকিং চ্যানেল
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস/অর্থনীতি/পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্স/ডাটা সায়েন্স বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়াই স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেসিক ডাটা অ্যানালাইসিস কনসেপ্টস বিষয়ে জানাশোনা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। নতুন টুলস ও কৌশল শেখা এবং গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৫।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।