২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার, ১০:০৫ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়া নারী দলের অফ-স্পিনার রোহমালিয়া। গত বুধবার বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে এই বিশ্ব রেকর্ডটি গড়েন।
এই রেকর্ড গড়ার মধ্যদিয়ে রোহমালিয়া পেছনে ফেলেছেন নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডিককে। যিনি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন।
মেয়েদের টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন রোহমালিয়া। আরেকজন হলেন আর্জেন্টিনার আলিসন স্তোকস (পেরুর বিপক্ষে ৩ রানে ৭ উইকেট)।
মঙ্গোলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে ইন্দোনেশিয়া। জবাবে মাত্র ২৪ রানে অলআউট হয়ে যায় মঙ্গোলিয়া। নিজে প্রথমবার বল হাতে নিয়েই উইকেটের দেখা পান রোহমালিয়া। সবমিলিয়ে ৩.২ ওভার বল ঘুরিয়ে এক রানও খরচ করেননি তিনি। ৭ জন ব্যাটারই শূন্য রানে আউট হয়েছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।