facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪

Walton

অমিতাভের ‘ডুপ্লিকেট’ খ্যাত অভিনেতার মৃত্যু


২৪ মে ২০২৪ শুক্রবার, ০২:০২  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


অমিতাভের ‘ডুপ্লিকেট’ খ্যাত অভিনেতার মৃত্যু

বছরের শুরু থেকে বিশ্ব শোবিজে একের পর এক নক্ষত্র পতনের খবর। একজনের মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই আরেকজনের মৃত্যুর খবর উঠে আসছে। এবার হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় এক অভিনেতার মৃত্যুর খবর পাওয়া গেল। ভারতীয় টেলিভিশনের কমেডি ধারাবাহিকের সেরা অভিনেতা এবং অমিতাভের ‘ডুপ্লিকেট’ খ্যাত তারকা ফিরোজ খান মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে অভিনেতা ফিরোজের। ভারতীয় সংবাদমাধ্যম থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অভিনেতা ফিরোজ সম্প্রতি ‘ভাবিজি ঘর পর হ্যায়’ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছিলেন। এর আগে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ধারাবাহিকটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন তিনি।

‘জিজাজি ছাদ পর হ্যায়’ ‘সাহেব বিবি অউর বস’, ‘হাপ্পু কি উলটান পালটান’, ‘শক্তিমান’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলোয় অভিনয় করে বেশ প্রশংসা লাভ করেছেন অভিনেতা ফিরোজ। তবে শুধু ধারাবাহিকেই নয়, বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। আবার স্ট্যান্ড আপ কমেডি শোয়েও সাফল্য লাভ করেছিলেন এ অভিনেতা।

প্রসঙ্গত, অভিনেতা ফিরোজ দেখতে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের মতো ছিলেন। তার মতো চুল-দাড়ি ছিল, এমনকি আচার-ব্যবহারও একই ছিল। আবার মিমিক্রিও করতেন ফিরোজ। ফলে ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে জুনিয়র অমিতাভ বা অমিতাভ ডুপ্লিকেট নামেই চেনে। তবে শুধু অমিতাভই নয়, দীলিপ কুমার, শাহরুখ খান, ধর্মেন্দ্র ও সানি দেওলের মতো তারকাদেরও মিমিক্রির জন্য জনপ্রিয় ছিলেন অভিনেতা ফিরোজ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: