০৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১১:০৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশের অর্থনীতির বিভিন্ন সূচক বিশ্লেষণ করলেই এ ইতিবাচক পরিবর্তন স্পষ্টভাবে বোঝা যায়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে প্রেস সচিব সভার মূল বিষয়বস্তু তুলে ধরেন।
অর্থ উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, বাংলাদেশের ম্যাক্রো-ইকোনমিক স্থিতিশীলতা ফিরেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার, যা সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা রাখে। আগামী দিনে রিজার্ভ পরিস্থিতি আরও উন্নতি করবে বলে আশা করা হচ্ছে।
প্রেস সচিব আরও বলেন, গত পাঁচ মাসে রফতানি প্রবৃদ্ধি ১০ শতাংশ হয়েছে, পাশাপাশি আমদানিও বেড়েছে। নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, যা অর্থনীতির গতিশীলতা বাড়াচ্ছে। মূল্যস্ফীতি এক সময় ১২ শতাংশে পৌঁছেছিল, যা বর্তমানে ৯ শতাংশে নেমে এসেছে। সুদের হার বৃদ্ধি করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে নীতি গ্রহণ করা হয়েছিল, তা কার্যকর হয়েছে। আশা করা হচ্ছে, জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নেমে আসবে।
তিনি আরও আশ্বস্ত করেন, আসন্ন রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকবে এবং মূল্যস্ফীতির চাপ বাড়বে না।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।