২৭ জুলাই ২০২৪ শনিবার, ০৪:৫১ পিএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্যারিস অলিম্পিকের মূল পর্ব শুরু হয়েছে আজ। যেখানে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্ট। এই ইভেন্টের মধ্যদিয়ে আসরে প্রথম পদক জিতেছে কাজাখস্তান। দলটি ব্রোঞ্জ জিতেছে।
এরপর শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে দুর্দান্ত লড়াইয়ের পর মিশ্র দলগতে স্বর্ণ জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি।
ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি। একই ইভেন্টে আসরের প্রথম সোনার লড়াইয়ে নামবে চীন ও দক্ষিণ কোরিয়া।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।