facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

অ্যান্টার্কটিকার পথে ২৭ বাংলাদেশির অভিযাত্রা


১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ০১:৫৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


অ্যান্টার্কটিকার পথে ২৭ বাংলাদেশির অভিযাত্রা

আর্জেন্টিনার উশুয়াইয়াহ বন্দর থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর পেরিয়ে ২৭ বাংলাদেশির দল ছুটছে অ্যান্টার্কটিকার দিকে। ঐতিহাসিক এই অভিযানে দলটির সবচেয়ে কনিষ্ঠ সদস্য মাত্র ১১ বছরের জারিতা, আর সবচেয়ে প্রবীণ সদস্য আবদুল জলিল। ১০ জন নারীসহ এই দলে আছেন ভ্রমণপিপাসু বাংলাদেশিরা, যাঁরা দেশের লাল-সবুজ পতাকা উঁচিয়ে বরফময় অ্যান্টার্কটিকায় পৌঁছানোর স্বপ্ন বাস্তবায়ন করছেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে যুক্ত হওয়া এই বাংলাদেশিরা ইতোমধ্যেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জে নেমে প্রাণীজগতের অপূর্ব দৃশ্য উপভোগ করেছেন। লেখক ইনাম আল হক, পর্যটক তারেক অণু এবং তানভীর অপুসহ পুরো দলটি ২১ দিনের এই দুঃসাহসী অভিযানে বরফঢাকা মহাদেশের সৌন্দর্য আবিষ্কার করবেন।

তানভীর অপু বলেন, "এত বাংলাদেশির একসঙ্গে অ্যান্টার্কটিকা অভিযাত্রা এবারই প্রথম—এটি এক ঐতিহাসিক মুহূর্ত।"
জাহাজ এমভি প্ল্যানসিয়াসের এই অভিযান শেষ হবে ২৫ ডিসেম্বর।
অ্যান্টার্কটিকার পথে বাংলাদেশিদের এ এক নতুন ইতিহাস!

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

ভ্রমণ -এর সর্বশেষ