facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

অ্যাপলকে টপকে বিশ্বসেরা মাইক্রোসফট


১৩ জানুয়ারি ২০২৪ শনিবার, ০৬:১২  পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


অ্যাপলকে টপকে বিশ্বসেরা মাইক্রোসফট

পূর্বাভাসই হলো সত্যি। এবার টেক জায়ান্ট অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমা নিজেদের করে নিল বিল গেটসের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইক্রোসফট।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজারে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় প্রযুক্তি দুনিয়ায় অ্যাপলকে টপকে এখন বিশ্বসেরা মাইক্রোসফট।

আইফোনের বিক্রি কমে যাওয়ায় পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারের দাম কমেছে। আর অ্যাপলের পতেন ২০২১ সালের পর ফের বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাব ফিরে পেল মাইক্রোসফট।
শুক্রবার অ্যাপলের শেয়ারের দাম শূন্য দশমিক দুই শতাংশ বেড়েছে। বিপরীতে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে এক শতাংশ।

মাইক্রোসফটের বর্তমান মূলধন ২ দশমিক ৮৮৭ ট্রিলিয়ন ডলার। গত ১৪ ডিসেম্বর পুঁজিবাজারে অ্যাপলের মূলধন দাঁড়িয়েছিল তিন দশমিক শূন্য আট ট্রিলিয়ন ডলারে।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট ওপেনএআইর প্রযুক্তি গ্রহণ করায় এর ক্লাউড ব্যবসা গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বেড়ে যায়। এ ছাড়াও, ওয়েব সার্চে গুগলের একাধিপত্যকেও চ্যালেঞ্জ করেছে মাইক্রোসফট। আর এসবের ইতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির শেয়ার বাজারে।

২০১৮ সালের পর মাইক্রোসফট স্বল্প সময়ের জন্য অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হয়। ২০২১ সালে আইফোনের শেয়ারের দাম বেড়ে গেলে বিশ্বসেরা প্রতিষ্ঠানের খেতাব ফিরে পায় অ্যাপল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ