facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ জানুয়ারি সোমবার, ২০২৫

Walton

অ্যাশেজের স্মারক নিলামে বিক্রি করলেন বোথাম


১৭ জুলাই ২০২৩ সোমবার, ০১:২৯  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


অ্যাশেজের স্মারক নিলামে বিক্রি করলেন বোথাম

১৯৮১ অ্যাশেজের স্মারক নিলামে বিক্রি করলেন বোথামএই বল দিয়েই এজবাস্টন টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন বোথাম। ইংল্যান্ড তো বটেই, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। বর্ণিল ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন দারুণ সব স্মৃতি।

বিশেষ করে, ১৯৮১ সালের অ্যাশেজ। যেই অ্যাশেজ ‘বোথাম অ্যাশেজ’ নামে পরিচিত। এবার সেই অ্যাশেজের বেশকিছু স্মরণীয় স্মারক নিলামে তুললেন স্যার ইয়ান বোথাম। এই নিলাম অনুষ্ঠিত হয় লন্ডনের দ্য ওভাল ক্রিকেট গ্রাউন্ডে।

যেখানে দুইশরও বেশি স্যুভেনির বিক্রি করেছেন ৬৫ বছর বয়সী বোথাম। ১৯৮১ অ্যাশেজের এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই স্মারক বলটি বিক্রি হয়েছে ২০ হাজার পাউন্ডে।

এর আগে হেডিংলি টেস্টে ১৪৯ রানের নায়কোচিত ইনিংস খেলেন বোথাম। সেই ম্যাচের স্টাম্প বিক্রি হয় ১১ হাজার পাউন্ডে। এছাড়া ম্যাচ-সেরার পদকটি বিক্রির বিনিময়ে ১৯ হাজার পাউন্ড পান বোথাম। যা অনুমানের দ্বিগুণের থেকেও বেশি মূল্য ছিল।

যদিও নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া স্মারকটির সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। ১৯৭৭ সালে চ্যারিটি শিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচের জার্সিটি বোথামকে উপহার দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার স্যামি ম্যাকলরয়। সেই জার্সি বিক্রি হয়েছে অনুমানের চেয়ে সাত গুণ বেশি মূল্যে (২৩ হাজার পাউন্ড)।

১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ৫ হাজারের বেশি রান ও ৩৮৩ উইকেট নিয়েছেন বোথাম। ১৯৮১ সালের অ্যাশেজ নিয়ে কথা উঠলে তার নামটাই বেশি উচ্চারিত হয়। যেখানে ১-০ তে পিছিয়ে থাকার পরও বোথামের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। ছয় ম্যাচের সিরিজে ৩৯৯ রান ও ৩৪ উইকেট নিয়েছেন বোথাম।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: