২৯ নভেম্বর ২০২৩ বুধবার, ১২:৩৮ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা-আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
স্থানীয় সময় সোমবার (২৭ নভেম্বর) লন্ডনে আইএমওর ৩৩তম অধিবেশনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় বাংলাদেশ প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের পদে নির্বাচিত হয়েছে। হাইকমিশনার সাইদা মুনা প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ১৫০ ভোটে নির্বাচিত হন। সৌদি আরবের প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ এই সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা জাতিসংঘের বিশেষ একটি সংস্থা। বিশ্বের ১৭৫ দেশ এই সংস্থার সদস্য। বিশ্বব্যাপী নিরাপদ সমুদ্রপথের নিয়ম-নীতি ঠিক রাখতে এই সংস্থা কাজ করে থাকে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।