facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

আইনি জটিলতা ও মানসিক যন্ত্রণায় জর্জরিত পপি!


০৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৭:৪২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আইনি জটিলতা ও মানসিক যন্ত্রণায় জর্জরিত পপি!

"যাদের জন্য এত করলাম, তাদের হিংসার আগুনে আমি পুড়ে মরছি!" – চিত্রনায়িকা পপি

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সাদিকা পারভীন পপি এখন কঠিন সময় পার করছেন। নিজের পরিবারের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত জটিলতা, মানহানি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে, তার ছোট বোন ফিরোজা বেগম খেয়ালির করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্তের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে খুলনার সোনাডাঙ্গা থানা-পুলিশ।

জিডির তদন্তে আদালতের অনুমতি চাওয়া হয়েছে

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন সম্প্রতি খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তের অনুমতি চেয়ে আবেদন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, "পপির ছোট বোন ফিরোজা বেগম তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ শুরু করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি জমি দখল সংক্রান্ত কোনো বিষয় নয়, বরং ওয়াসা ও বিদ্যুতের সংযোগ সংক্রান্ত জটিলতা। ফুটেজ পর্যালোচনা করে মারধরের কোনো দৃশ্য পাওয়া যায়নি, তবে একটি মোবাইল পড়ে যেতে দেখা গেছে।"

পপির বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

পপির ছোট বোন ফিরোজা বেগম অভিযোগ করেছেন, ৩ ফেব্রুয়ারি দুপুরে পপি ও তার স্বামী আদনান কামাল খুলনায় তাদের বাড়িতে গেলে পারিবারিক বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে পপি তাকে মারধর করেন এবং তার স্বামী তাকে হত্যার হুমকি দেন।

তিনি বলেন, "আমার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়ে আমি পুলিশের কাছে অভিযোগ করেছি। সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে দেওয়া হয়েছে। আমি ন্যায়বিচার চাই।"

"আমার মা ও ভাইবোনের ষড়যন্ত্র আমাকে শেষ করে দিচ্ছে" - পপি

অন্যদিকে, পপি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

তিনি বলেন, "আমি আমার মা ও ভাইবোনের নির্যাতন সহ্য করতে করতে ক্লান্ত। আমি যাদের জন্য সব করেছি, আজ তারা আমার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছে। আমাকে সামাজিকভাবে হেয় করতে চাচ্ছে। আমার সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে তারা।"

পপির ভাষ্য অনুযায়ী, তিনি তার সম্পত্তির বিদ্যুৎ ও ওয়াসার সংযোগ নেওয়ার জন্য নিয়ম অনুযায়ী আবেদন করেছিলেন। কিন্তু তার মা ও বোন এতে বাধা দেন এবং তাকে গালিগালাজ করেন।

তিনি আরও বলেন, "আমার নিজের কেনা ৬ কাঠা জমির দখল নিতেই তারা এত কিছু করছে। আমাকে ফাঁসানোর জন্য থানায় মিথ্যা জিডি করা হয়েছে। আমি আইনি ব্যবস্থা নেব।"

"১৮ বছর আগে থেকেই পপির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়" - পপির মা

অন্যদিকে, পপির মা মরিয়ম বেগম দাবি করেছেন, "আমিই পপিকে সিনেমায় এনেছিলাম, আমি তার জন্য অনেক কষ্ট করেছি। কিন্তু ১৮ বছর আগে সে পরিবারের সম্পত্তির ৬ কাঠা নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিল। তখন থেকেই তার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়।"

তিনি আরও বলেন, "আমার স্বামী পপির সিনেমায় ক্যারিয়ার গড়ার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু সে এখন আমাদের বিরুদ্ধে কথা বলছে। পরিবারের জন্য যে ভালোবাসা ছিল, সেটা এখন আর নেই।"

সিনেমা থেকে দূরে, নতুন জীবনে পপি

ক্যারিয়ারের শীর্ষে থাকার পরও পপি ধীরে ধীরে সিনেমার পর্দা থেকে হারিয়ে যান। শাকিল খান, জায়েদ খানসহ একাধিক নায়কের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও তিনি কখনো সম্পর্কের বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানাননি।

অনেক বছর পর ব্যবসায়ী আদনান কামালের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে বিয়ের পর থেকে তিনি অনেকটাই গোপন জীবনযাপন করছেন।

বর্তমানে পপি তার স্বামী ও সন্তানদের নিয়ে আছেন। তিনি নতুন করে সিনেমায় ফেরার পরিকল্পনা করছেন কিনা, সে বিষয়ে কিছু জানাননি। তবে পারিবারিক দ্বন্দ্ব ও আইনি জটিলতার কারণে মানসিকভাবে তিনি ভীষণ চাপে আছেন বলে জানিয়েছেন।

শেষ কথা

এক সময়ের জনপ্রিয় নায়িকা আজ নিজের পরিবারের বিরুদ্ধেই লড়াই করছেন। পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে বিবাদ এবং মিথ্যা অভিযোগের পাল্টাপাল্টি এই বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

পপি বলছেন, "আমি সত্যের পক্ষে আছি। আমি জানি, আল্লাহ সুবিচার করবেন।"
অন্যদিকে, তার মা ও বোন ন্যায়বিচারের আশায় রয়েছেন।

এই পরিবারে শেষ পর্যন্ত কী ঘটবে, সেটি সময়ই বলে দেবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: