facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

আইফোনের ছদ্মবেশে পিস্তল!


১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার, ০৮:৩৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


আইফোনের ছদ্মবেশে পিস্তল!

আইফোনের ছদ্মবেশে পিস্তলদেখতে আইফোনের মতোই। কিন্তু তা আইফোন নয়। বিশেষভাবে আইফোনের মতো ভাঁজ করে রাখা পিস্তল। যুক্তরাষ্ট্রে তৈরি ৯ মিমি দুই ব্যারেলের এই অস্ত্রটি ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই ইউরোপজুড়ে আইফোন সদৃশ পিস্তল সম্পর্কে সতর্ক অবস্থায় আছে পুলিশ।

একে বলা হচ্ছে ‘আইফোন গান’। যুক্তরাষ্ট্রের মিনেসোটাভিত্তিক আইডিয়াল কনসেল এর নির্মাতা। ইতিমধ্যে এই গানের জন্য ১২ হাজার ফরমায়েশও পেয়েছে তারা। গানটি আইফোনের মতো দেখতে হলেও একটি বাটনে চাপ দিলে তা অস্ত্র হিসেবে রূপ নেয়। দামও বেশি নয়। আইফোনের দামের অর্ধেক।বেলজিয়ান পুলিশের সতর্ক বার্তায় বলা হয়েছে, এখন পর্যন্ত সেখানে এ ধরনের কোনো অস্ত্র যায়নি। এটি এমন অস্ত্র, চোখে দেখলে মোবাইল ফোনের সঙ্গে পার্থক্য বের করা সম্ভব নয়। অধিকাংশ মানুষ কাছে স্মার্টফোন রাখে। তার অর্থ, এটা যেকোনোভাবে চোখ এড়িয়ে যেতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ