facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

আইফোন-৭ কিনলেই চাকরিচ্যুত!


২৬ অক্টোবর ২০১৬ বুধবার, ০৩:১৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


আইফোন-৭ কিনলেই চাকরিচ্যুত!

চীনের হেনান প্রদেশের একটি ওষুধ প্রস্তুত প্রতিষ্ঠান তার কর্মীদের হুঁশিয়ার দিয়েছে, কেউ যদি আইফোন ৭ ক্রয় করে তাহলে তাকে চাকরি হারাতে হবে।

নানিয়াং ইয়ংক্যাং মেডিসিন কোম্পানি নামে এ প্রতিষ্ঠানটি একটি নোটিশ জারি করে কর্মীদের আইফোনের নতুন মডেলটি কিনতে নিষেধ করে বলছে, "আপনি যদি এ আইন ভঙ্গ করেন তাহলে আপনি অফিসে আসতে পারেন শুধুমাত্র আপনার অব্যাহতিপত্র জমা দিতে"।

অবশ্য এ নোটিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিদেশি পণ্য বর্জনের কথাও বলা হয়।

নোটিশটি চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েইবোতে ব্যাপক হারে শেয়ার হচ্ছে যেখানে অনেকেই হ্যাশট্যাগ হিসেবে লিখছেন `আইফোন ৭ কিনে চাকরি হারাচ্ছেন কর্মীরা`।

কোনো কোনো ওয়েইবো ব্যবহারকারী অবশ্য লিখছেন, আইফোন ৭ না কেনার সিদ্ধান্তও চীনের জন্য ক্ষতির কারণও হতে পারে, কারণ অ্যাপলের পণ্যসমূহ চীনের ফক্সকন নামের প্রতিষ্ঠানের কারখানাতেই তৈরি হয়।

বিবিবিদু নামে এই ওয়েইবো ব্যবহারকারী লিখেছেন, "এ সিদ্ধান্তের ফলে ফক্সকনের হাজার হাজার শ্রমিক চাকরি হারাতে পারেন"। আরেক ব্যবহারকারী লিখেছেন, এ নোটিশের ফলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।

"দেশপ্রেমের নাম করে কীভাবে আপনি এটা করতে পারেন?" প্রশ্ন তুলেছেন আয়াক্স নিউয়িসি নামের এ ব্যবহারকারী।

অবশ্য এ নোটিশের সমর্থকেরাও আছেন।

কিংটং হু লিখেছেন, "সব সরকারী কর্মচারীদের বেলায় যদি এমন এক নিষেধাজ্ঞা জারি করা যেত তাহলে আমাদের দেশীয় ফোনের বিক্রি বেড়ে যেত"।

এদিকে নানিয়াং ইয়ংক্যাং মেডিসিন কোম্পানির এ সিদ্ধান্ত এখন অন্যান্য প্রতিষ্ঠানও অনুসরণ করছে বলে যানা যাচ্ছে।

এগুলোর মধ্যে হেনান প্রদেশেরই আরো একটি প্রতিষ্ঠান রয়েছে যেটির নাম এখনো জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ প্রতিষ্ঠানটিও নোটিশ দিয়ে বলেছে, `যার কাছেই আইফোন ৭ পাওয়া যাবে তাকে চাকরি হারাতে হবে`।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ