facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

আইসিসির আয়ের ৩৮.৫% একাই পায় ভারতীয় ক্রিকেট বোর্ড, বাকিরা কোথায়?


১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ০১:১৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আইসিসির আয়ের ৩৮.৫% একাই পায় ভারতীয় ক্রিকেট বোর্ড, বাকিরা কোথায়?

 

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) এর আয়ের বড় অংশই দখলে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, আইসিসির মোট রাজস্বের ৩৮.৫% বরাদ্দ পেয়েছে ভারত।

২০২৩ সালে চূড়ান্ত হওয়া আইসিসির আর্থিক কাঠামো অনুযায়ী, পরবর্তী চার বছরের জন্য (২০২৪-২০২৭) আইসিসির মোট প্রাক্কলিত আয় ৬০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বিসিসিআই একাই পাবে ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৩ লাখ ডলার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ) তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৫ লাখ ডলার পাবে।

বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ও পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) এর প্রস্তাবিত বরাদ্দ যথাক্রমে ২ কোটি ৪৭ লাখ৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার

আইসিসির আয় বণ্টনের মূল কারণগুলোর মধ্যে রয়েছে—
১. সংশ্লিষ্ট দেশের ক্রিকেট ইতিহাস।
২. গত ১৬ বছরে পুরুষ ও নারীদের পারফরম্যান্স।
৩. আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান।
৪. পূর্ণ সদস্য হিসেবে সমান বরাদ্দ।

ভারতের বিপুল আয়ের মূল কারণ দেশটির বিশাল বাণিজ্যিক বাজার। আইসিসির বাণিজ্যিক আয়ের ৮৫.৩% ভারতের দখলে বলে উল্লেখ করা হয়েছে। সম্প্রচারস্বত্বেও ভারতই আইসিসির বড় আয়ের উৎস। ২০২৩ সালে ভারতের ডিজনি স্টার আইসিসির সঙ্গে ৩.১ বিলিয়ন ডলারের চুক্তি করেছে।

বিশ্ব ক্রিকেটে ভারতের এই আধিপত্য প্রসঙ্গে সমালোচকেরা প্রায়ই আইসিসিকে `ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল` বলে কটাক্ষ করে থাকেন। তবে ভারতের এই প্রভাব ক্রিকেটের বৈশ্বিক উন্নয়নে কতটা সহায়ক, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ