facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

আইসিসির র‌্যাংকিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষে ভারত


১০ মার্চ ২০২৪ রবিবার, ১২:২০  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


আইসিসির র‌্যাংকিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষে ভারত

আইসিসির তিন ফরম্যাটের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে গেছে ভারত। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির র‌্যাংকিংয়ে আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থানে ছিল রোহিত শর্মার দল। নতুন র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টেও সবার উপরে উঠে গেছে ভারতীয়রা।

ফেব্রুয়ারি-মার্চে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সর্বশেষ ৭ মার্চ থেকে শুরু হওয়া সিরিজের ফাইনাল টেস্ট ধর্মশালায় ইংলিশদের ইনিংস ব্যবধানে হারায় রোহিতরা। এতে অস্ট্রেলিয়া থেকে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে গেছে ভারত।

র‌্যাংকিং টেবিলে ভারতের রেটিং পয়েন্ট ১২২। আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। র‌্যাংকিংয়ে তৃতীয়স্থানে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১১। এরপরই নিউজিল্যান্ডের অবস্থান। ১০১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তারা।

তবে ভারতের শীর্ষস্থান নড়চড় হতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হলে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া জিতে গেলে হয়তো নিজেদের জায়গা পুনরায় ফিরে পাবে প্যাট কামিন্সের দল। নিউজিল্যান্ডের ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছে অসিরা।

এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও ভারত সবার উপরে। ওয়ানডে ভারতের রেটিং পয়েন্ট ১২১। তাদের থেকে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া।আর টি-টোয়েন্টিতে ভারতীয়দের থলিতে জমা আছে ২৬৬ পয়েন্ট। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে ইংল্যান্ড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ