facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

আকাশছোঁয়া দামে দশটি ফ্ল্যাট কিনলেন অভিষেক-অমিতাভ


২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার, ১১:৫২  এএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


আকাশছোঁয়া দামে দশটি ফ্ল্যাট কিনলেন অভিষেক-অমিতাভ

অনেকদিন ধরেই জল্পনা, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবনে চিড় ধরেছে। তাদের সম্পর্কে দূরত্বের নেপথ্যে নাকি এক তৃতীয় ব্যক্তি। তবে এ নিয়ে যদিও কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া বা অভিষেকের কেউই। এই বিচ্ছেদ জল্পনার মাঝেই বচ্চন পরিবারে সুখবর। মুম্বাইয়ের মুলুন্ডু এলাকায় নতুন বাসস্থান কিনলেন অভিষেক। বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে জোট বেঁধেই নাকি এই নতুন সম্পত্তি কিনছেন অভিষেক।

এক বহুতল ভবনে মোট দশটি ফ্ল্যাট মিলিয়ে তৈরি অভিষেকের নতুন ঠিকানা। তার কয়েকটি ফ্ল্যাট তিন রুমের। চার রুমেরও ফ্ল্যাট আছে কয়েকটি। সব মিলিয়ে মোট ১০,২১৬ বর্গফুটের বাড়ি। এই দশটি ফ্ল্যাটের মধ্যে আটটি ফ্ল্যাট আয়তনে ১০৪৯ বর্গফুট করে। বাকি দুটির মাপ ৯১২ বর্গফুট। এছাড়াও এই বহুতলে রয়েছে উন্নত মানের নানা ধরনের সুবিধা। ভারতীয় গণমাধ্যমের খবর, মোট ২৪.৯৫ কোটি রুপিতে এই ফ্ল্যাটগুলো কিনেছেন বচ্চনরা।

দশটি ফ্ল্যাটের মধ্যে অভিষেকের নিজের ফ্ল্যাট রয়েছে ছয়টি। তাতে অভিষেকের ব্যয় হয়েছে ১৪.৭৭ কোটি রুপি। বাকি চারটি কিনেছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ে এই মুলুন্ড খুবই বিলাসবহুল এলাকা। বহুতল নির্মাণের বাজারে এই এলাকার চাহিদাও থাকে তুঙ্গে।

উল্লেখ্য, এই বছর আরও বেশ কয়েকটি বাসস্থান কিনেছেন অমিতাভ ও অভিষেক। গত কয়েক দিনে বহুতল কিনে বিনিয়োগ করেছেন একাধিক তারকা। অভিষেকও কয়েক মাস আগেই জলসার পাশেই আরও একটি ফ্ল্যাট কিনেছেন। চলতি বছরে বাড়ি কেনার পেছনে মোট ১০০ কোটি রুপি খরচ করেছেন অভিষেক-অমিতাভ দুজনেই।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: