২১ মে ২০২৪ মঙ্গলবার, ১০:৪০ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। জুনের ১ তারিখ থেকে শুরু হওয়া এই বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ মঙ্গলবার।
বাংলাদেশ সময় রাত ৯টায় ডালাসের প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একই মাঠে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৫ মে।
যুক্তরাষ্ট্রে-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি সম্প্রচার করবে নাগরিক টিভি। এছাড়া, নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে ম্যাচ দেখা যাবে ওটিটি প্লাটফর্ম টফির ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
যুক্তরাষ্ট্র স্কোয়াড
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্ড্রিস গুজ, নিতিশ কুমার, শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, শ্যাডলি ভন স্কলকিক, আলী খান, জেসি সিং, নসথুশ কেনজিগ, সৌরভ নেত্রভালকার।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।