facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

আন্ডারওয়াটার ফটোগ্রাফির যুগান্তকারী স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ


১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ০২:১৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আন্ডারওয়াটার ফটোগ্রাফির যুগান্তকারী স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ

বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘অপো রেনো১৩’। এটি দেশের প্রথম স্মার্টফোন সিরিজ, যা আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সুবিধা প্রদান করে। ‘অপো রেনো১৩ সিরিজ’-এ রয়েছে দুটি মডেল— ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’, যা ব্যবহারকারীদের মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

নতুন উচ্চতায় আন্ডারওয়াটার ফটোগ্রাফি অপো রেনো১৩ সিরিজে রয়েছে ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’ প্রযুক্তি, যা ফোনটিকে ধুলাবালি ও পানির হাত থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এই প্রযুক্তির ফলে ২ মিটার পানির নিচেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এছাড়া, অপোর উন্নত ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’ প্রযুক্তির ফলে পানির নিচের আলো ও রঙের ভারসাম্য বজায় থাকে, যা ফোকাস, রঙ এবং কনট্রাস্টের নিখুঁত সমন্বয় করে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ম্যাজিক টাচ এই সিরিজে রয়েছে ‘এআই লাইভফটো’ ফিচার, যা স্বয়ংক্রিয়ভাবে শাটার প্রেস করার আগে ও পরে ১.৫ সেকেন্ডের ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে। ‘এআই ডি-ব্লারিং’, ‘ইআইএস’ এবং ‘ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম’-এর সাহায্যে এটি শটগুলোকে আরও স্থিতিশীল করে এবং অপ্রয়োজনীয় নড়াচড়া দূর করে, যা নিখুঁত ছবি তোলার নিশ্চয়তা দেয়।

এছাড়াও, রেনো১৩ সিরিজের ‘এআই এডিটর’ স্যুট দিচ্ছে ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’, যা ঝাপসা ছবি বা লো-রেজ্যুলেশনের ছবিকে উন্নত মানের ভিজ্যুয়ালে রূপান্তরিত করে। পাশাপাশি, ‘এআই আনব্লার’ মোশন-ব্লারড শটের শার্পনেস বৃদ্ধি করে এবং ‘এআই ইরেজার ২.০’ ফিচারের মাধ্যমে অপ্রয়োজনীয় বিষয় সহজেই সরানো যায়।

গেমিং ও স্ট্রিমিংয়ে নতুন মাত্রা গেমার ও স্ট্রিমারদের জন্য অপো রেনো১৩ সিরিজ নিয়ে এসেছে ‘এআই লিংকবুস্ট ২.০’। এটি ‘লো-সিগন্যাল’ বা ‘ক্রাউডেড এরিয়া’-তে স্মার্টফোনের নেটওয়ার্ক শক্তিশালী রাখতে সাহায্য করে। ৯টি ৩৬০° ডিগ্রি অ্যান্টেনা, ডুয়েল-চ্যানেল ওয়াই-ফাই, ব্লুটুথ অ্যাসিলারেশনসহ নেটওয়ার্ক সংযোগ আরও উন্নত করতে এ প্রযুক্তি সহায়তা করে।

দৈনন্দিন ব্যবহারে স্মার্ট এআই টুলস রেনো১৩ সিরিজের স্মার্টফোনে রয়েছে উন্নত এআই ডকুমেন্টেশন টুলস, যা লেখা সামারাইজেশন, এডিটিং, ফরম্যাটিং এবং কনটেন্ট এক্সপ্যানশনের মাধ্যমে ব্যবহারকারীদের আরও কার্যকরী অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া, আপগ্রেডেড ‘এআই টুলবক্স ২.০’ অধিক ভাষা সাপোর্ট করে এবং অ্যাক্টিভ অ্যাপগুলোর সঙ্গে সহজেই ইন্টিগ্রেট হয়।

আইওএস-এর সঙ্গে নির্বিঘ্ন সংযোগ ‘ও+ (O+) কানেক্ট অ্যাপ’-এর মাধ্যমে অপো রেনো১৩ সিরিজের ফোন সহজেই আইওএস ডিভাইসের সঙ্গে সংযুক্ত হতে পারে, যা ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ারিংকে আরও সহজ করে তোলে। একইসঙ্গে, অপো ফোন থেকে সরাসরি টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘লাইভফটোস’ আপলোড করার সুযোগও রয়েছে।

দাম ও প্রি-অর্ডার সুবিধা অপো রেনো১৩ ৫জি মডেলটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ওয়াট সুপারভোগ চার্জিং, ১২জিবি র‍্যাম (১২জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি রম। এটি ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে পাওয়া যাবে মাত্র ৬৯,৯৯০ টাকায়।

অন্যদিকে, রেনো১৩ এফ মডেলটি এসেছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ৫৮০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট সুপারভোগ চার্জিং, ৮জিবি র‍্যাম (৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি রম নিয়ে। এটি ‘পাম পার্পল’ এবং ‘গ্রাফাইট গ্রে’ রঙে পাওয়া যাবে মাত্র ৩৪,৯৯০ টাকায়।

আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকরা রেনো১৩ সিরিজের প্রি-অর্ডার দিতে পারবেন এবং বিশেষ উপহার জেতার সুযোগ পাবেন।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বাংলাদেশে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে অপো রেনো১৩ সিরিজ স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।”

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ