facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের কৃতিত্ব


২৯ জুন ২০১৬ বুধবার, ০৪:৫৫  এএম

শেয়ার বিজনেস24.কম


আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের কৃতিত্ব

আফ্রিকার দেশ তানজানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অনন্য কৃতিত্বের অধিকারী বাংলাদেশি ক্ষুদে হাফেজ আহমাদ আবদুল্লাহিল আজহার। তানজানিয়ার রাজধানী দারুসসালামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ আহমাদ আবদুল্লাহিল আজহার তৃতীয় স্থান অর্জন করেন।

বিশ্বের ৬৭টি দেশের প্রতিযোগীদের নিয়ে ২২ জুন দারুসসালামে এ আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হয়। তানজানিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কোনো বাংলাদেশির এটাই প্রথম অর্জন।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট আলী হাসান মুঈনি ও বর্তমান প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

পিরোজপুরের ছেলে হাফেজ আহমাদ আবদুল্লাহিল আজাহারের বাবার নাম ইঞ্জিনিয়ার আকতার হোসেন। সে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী নাজমুল হাসান কর্তৃক পরিচালিত তাহসিন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসার ছাত্র।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: