২২ এপ্রিল ২০২৪ সোমবার, ০৫:০৭ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
আমদানি পণ্য নিয়ে এই প্রথম বেনাপোল বন্দরে এলেন ভারতীয় নারী ট্রাকচালক। রোববার (২১ এপ্রিল) তিনি বন্দরে আসেন।
অর্নাপূর্না নামে দক্ষিণ ভারতের এই নারী ট্রাকচালক বলেন, ‘আমার স্বামীও ট্রাকচালক। দুজন এক ট্রাকে কাজ করি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছেন। ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে।’
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘এই প্রথম ট্রাক চালিয়ে রোববার ভারত থেকে বেনাপোল বন্দরে এলেন নারী চালক। পণ্যবাহী ট্রাকটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত খালাস করার ব্যবস্থা করা হচ্ছে।’
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ‘নারী চালকের একজন পুরুষ ড্রাইভারও এসেছেন। তার নাম রাজকুমার। তারা স্বামী-স্ত্রী। নারী ড্রাইভারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ। তাদের ট্রাক থেকে পণ্য দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।