১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার, ১২:০৯ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
আমরা নির্বাচন করি পাঁচ বছর পর এক মাস, আর শেখ হাসিনা করেন পাঁচ বছরে প্রতিদিন- এমনটি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এক বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘পাঁচ বছর পর নির্বাচন, তিনি ( শেখ হাসিনা) হয়তো বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখনই হয়তো একটা-দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত নির্বাচন হচ্ছে তখনই ওই ডায়েরি থেকে নাম এনে প্রার্থিতা ঠিক করে নেন। এই হচ্ছেন শেখ হাসিনা।’
বাংলাদেশের রূপান্তরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি পনেরো বছরের আগের বাংলাদেশ ও পরের বাংলাদেশ, বদলের যাওয়ার যে বাংলাদেশ, বাংলাদেশের যে ছবি, বদলে যাওয়া বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা। আমাদের এই জনপদে মহান সৃষ্টিকর্তা দুজন মানুষকে সৃষ্টি করেছেন একজন আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং স্বাধীনতা দিয়ে তিনি যে লিগেসি, যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি নেই কিন্তু তিনি সব সময়ের জন্য রয়ে গেছেন। আরেকজন মুক্তির জন্য, তিনি হলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা হচ্ছে আমাদের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। তিনি আমাদের প্রগতির রাস্তা দেখিয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তাঁর মত জনপ্রিয় নেতা আর একজন ও সৃষ্টি হয়নি, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।