facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

আমি তাদের মুখও দেখতে চাই না: পরীমণি


২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার, ০৪:৩৯  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


আমি তাদের মুখও দেখতে চাই না: পরীমণি

পরীমণির মনে মেঘ জমলে বাজ পড়ে সামাজিক মাধ্যমে। সোজা কথায় বললে মনের বেদনা ক্ষোভ নির্দ্বিধায় তিনি উগরে দেন নেট দুনিয়ায়। এর আগে একাধিকবার এরকম হয়েছে। এবারও ব্যতিক্রম হলো না।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে পরী লিখেছেন, ‘যে বা যারা আমার শক্রর সাথে বন্ধুত্ব করে আজ থেকে কোনোদিন আমি তাদের মুখও দেখতে চাই না । অনেক তো হলো।’

তবে কাদের নিয়ে নায়িকার এমন মন্তব্য সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। প্রকাশ করেননি কারও নাম। তবে মন্তব্যের ঘরে শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা রেখে গেছেন। তার কল্যাণ কামনা করেছেন।

বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন পরীমণি। শেষ করেছেন ‘ডোডোর গল্প’ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। নাম লিখিয়েছেন টলিউডে।

সেখানকার ‘ফেলুবকশি’নামের একটি ছবিতে দেখা যাবে তাকে। এতে তার পরীতে আছেন সোহম চক্রবর্তী। এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। ‘খেলা হবে’নামে আরও একটি সিনেমাও রয়েছে পরীর হাতে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: