facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার ধনীতম আদানি


০৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার, ০৫:১০  পিএম

শেয়ার বিজনেস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার ধনীতম আদানি

২০২৩ সালে সম্পদের র‌্যাঙ্কিংয়ে অনেক চড়াই -উতরাই পেরোনোর পর গৌতম আদানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার শিরোপা জিতে নিলেন। এর মধ্যেই আদানিদের ঘরে এসে পৌঁছেছে আরো একটি সুখবর। নিউ ইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের শেয়ারে। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই।

এই মামলায় এসইবিআই-র তদন্তের উপরই ভরসা রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যার পর আদানিদের গোষ্ঠীর শেয়ার দ্রুতহারে বাড়তে থাকে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে আদানির মোট সম্পদ একদিনে ৭.৭ বিলিয়ন ডলার বেড়ে ৯৭.৬ বিলিয়ন হয়েছে। যার জেরে মুকেশ আম্বানিকে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন গৌতম আদানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আম্বানি ৯৭ বিলিয়ন ডলার সম্পদের সাথে একটি সংকীর্ণ ব্যবধানে পিছিয়ে রয়েছেন। ১৯৮০ সালে হীরা ব্যবসায়ী হিসাবে যাত্রা শুরু করেছিলো আদানিরা।

কর্পোরেট জালিয়াতির হিন্ডেনবার্গের অভিযোগ অস্বীকার করা সত্ত্বেও, আদানি গোষ্ঠী গত বছর এক সময়ে বাজার মূল্যে ১৫০ বিলিয়নেরও বেশি হারায় এবং বিনিয়োগকারীদের, ঋণদাতাদের প্ররোচিত করতে, ঋণ পরিশোধ করতে এবং নিয়ন্ত্রক উদ্বেগগুলিকে প্রশমিত করতে কয়েক মাস ব্যয় করে। এই সপ্তাহে সুপ্রিম কোর্ট স্থানীয় বাজার নিয়ন্ত্রককে তিন মাসের মধ্যে সমষ্টির তদন্ত শেষ করার নির্দেশ দেয়ার পরে আদানি গ্রুপের স্টকগুলি বেড়েছে। সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পাওয়ায় আদানিকে বলতেও শোনা গেছে, ‘সত্যের জয় হয়েছে`।

সেইসঙ্গে হারানো মুকুট ফিরে পেলেন এই বিজনেস টাইকুন। আদানি গ্রুপ পরবর্তী দশকে তার ব্যবসায় সবুজ রূপান্তরের জন্য ১০০ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, কয়লা ব্যবসার বাইরে ডাটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর উন্নয়ন, বিমানবন্দর এবং মিডিয়াতে তার সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত করেছে। সূত্র: এনডিটিভি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ