facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত


১৪ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার, ০৯:২০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত

ব্যাংক এশিয়ার দায়ের করা ১৪ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা খেলাপি ঋণের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হিসাবটির গত এক বছরের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ আদালত স্থগিত করার আদেশ দিয়েছে আরামিট সিমেন্ট কোম্পানির বহদ্দারহাট শাখার একটি ব্যাংক হিসাবের সমস্ত লেনদেন, যা ব্যাংক এশিয়ার অভিযোগ অনুযায়ী ১৪ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা খেলাপি ঋণ আদায়ে অবরুদ্ধ করা হতে পারে। চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান সোমবার (১৩ জানুয়ারি) এই আদেশ দেন।

সূত্রে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর ব্যাংক এশিয়া লিমিটেড মামলাটি দায়ের করে, যেখানে তারা অভিযোগ করে যে আরামিট সিমেন্ট কোম্পানির ঋণের বিপরীতে কোন স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। তারা আরও দাবি করে, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবার সদস্যরা দেশত্যাগ করেছেন এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

ব্যাংক এশিয়া বলছে, আরামিট সিমেন্ট কোম্পানির নামে একটি ব্যাংক হিসাব রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বহদ্দারহাট শাখায়, যার নম্বর-০৭৯১১০১০০০০০০০৩৮। এই হিসাবটি যদি ক্রোকাবদ্ধ না করা হয়, তবে বিপুল পরিমাণ পাওনা আদায় অসম্ভব হয়ে পড়বে। ফলে, আদালত গত বছরের ২৬ নভেম্বর ব্যাংকের ক্রোকাবদ্ধের আবেদনের শুনানির জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করে এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল অর্থঋণ আদালত এই আদেশ দেয়।

এ মামলায় সাইফুজ্জামান চৌধুরী ছাড়াও তার স্ত্রী রুখমিলা জামান, আরামিট সিমেন্ট পিএলসির চেয়ারম্যান এস.এম আলমগীর চৌধুরী, পরিচালক ওয়ারাসুজ্জামান চৌধুরী, খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ এবং মো. শফিকুল ইসলামকেও আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ‘‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং আরামিট সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে দায়ের করা ঋণ মামলার বিপরীতে কোন স্থাবর বা অস্থাবর সম্পদ ব্যাংকের কাছে নেই। আদালত আমাদের ক্রোকাবদ্ধের আবেদন পর্যালোচনা করে আজ শুনানি শেষে আরামিট সিমেন্ট কোম্পানির বহদ্দারহাট শাখার একটি হিসাবের সমস্ত লেনদেন স্থগিতের আদেশ দিয়েছেন।’’

এছাড়া, আদালত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ওই শাখাকে আগামী ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হিসাবের গত এক বছরের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: