facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে সেমিফাইনালে ফ্রান্স


০৩ আগস্ট ২০২৪ শনিবার, ১০:০৭  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে সেমিফাইনালে ফ্রান্স

২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে কাঁদিয়ে শিরোপার মুকুট পরেছিল আর্জেন্টিনা। ম্যাচের মান হিসেবে সমতূল্য না হলেও প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালটি ফ্রান্সের জন্য কিছুটা হলেও ছিল প্রতিশোধের মঞ্চ। যেই মঞ্চে এ যাত্রায় সফল স্বাগতিকরা।

শুক্রবার দিবাগত রাতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক ফ্রান্স। স্তাঁদ মাততুত আতলান্তিক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন জ্যাঁ-ফিলিপ মাতেতা।

কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা মাত্র ৩ জন ফুটবলার ছিলেন ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে। তারা হলেন- নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ। ম্যাচে আধিপত্য বিস্তার করেও খেলেছেন তারা। তবে ম্যাচের ৫ মিনিটেই কাজের কাজটি করে ফেলেছিলেন মাতেতা। শেষ পর্যন্ত সেই গোলটিই হয়ে রইল ম্যাচের ভাগ্য নির্ধারক।

ম্যাচে আর্জেন্টিনার দখলেই বল ছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা মোট শট নিয়েছিল ১৬টি, যার মধ্যে লক্ষ্যে ৪টি। অন্যদিকে, ফ্রান্সের রাখা ১০টি শটের মধ্যে মোট ২টি শট ছিল লক্ষ্যে। প্রসঙ্গত, এর আগে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে মিশর। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ তারা। আর স্পেনকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন। সেমিফাইনালে তারা খেলবে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা মরক্কোর বিপক্ষে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ