facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

আর্থিক অন্তর্ভুক্তি প্রসারে পার্বত্যজেলায় ব্র্যাক ব্যাংকের উদ্যোগ


১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ০৭:৩৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আর্থিক অন্তর্ভুক্তি প্রসারে পার্বত্যজেলায় ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং একাধিক উঠান বৈঠকের আয়োজন করেছে। সম্প্রতি খাগড়াছড়ি জেলার পাহাড়ি অঞ্চলে ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকের মূল লক্ষ্য ছিল উপজাতি সম্প্রদায়ের মানুষের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি করা এবং ব্যাংকিং সেবার আওতাভুক্ত করা। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং টিম দিঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে। সেশনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব, নিরাপদ রেমিটেন্স গ্রহণ এবং আধুনিক ব্যাংকিং সেবার ওপর আলোচনা করা হয়।

উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী মেরুং ইউনিয়ন ভৌগোলিকভাবে দুর্গম হওয়ায় এখানকার অনেক মানুষ ব্যাংকিং সেবার বাইরে রয়ে গেছে। এ অঞ্চলের তরুণদের একটি বড় অংশ জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমায়। এ কারণেই বৈধ চ্যানেলে রেমিটেন্স গ্রহণের গুরুত্ব তুলে ধরতে এই বৈঠক বিশেষভাবে আয়োজন করা হয়।

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের টিম লিড কফিল উদ্দিন, এজেন্ট রিলেশনশিপ অফিসার দিবাকর মজুমদার এবং ব্র্যাক ব্যাংক দিঘিনালা এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট মো. ইউসুফ হোসেন স্থানীয় বাসিন্দাদের সাথে ব্যাংকিং সুবিধাসমূহ নিয়ে আলোচনা করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেল নাজমুর রহিম বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। এই এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে স্থানীয় জনগণ এখন মূলধারার আর্থিক সেবার সাথে যুক্ত হতে পারছে, যা আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বর্তমানে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেল দেশব্যাপী ৪ লাখেরও বেশি মানুষকে ব্যাংকিং সেবা প্রদান করছে, যার ৮০ শতাংশ গ্রামীণ অঞ্চলে অবস্থিত। এসব আউটলেট থেকে গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, নগদ উত্তোলন, ঋণের কিস্তি ও ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছে। এর ফলে ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষ ধীরে ধীরে আর্থিক মূলধারায় যুক্ত হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ