০৮ মে ২০২৩ সোমবার, ০৪:৪৭ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম-এর মাধ্যমে আজ সোমবার আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রম স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র ডেপুটি ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ডিএসই, সিএসই, আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইস্যুয়ার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবস্ক্রিপশন গতকাল ৭ মে শুরু হয়। যা চলবে ১১ মে পর্যন্ত।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।