facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

ইরানের হামলার পর বাড়ল তেলের দাম


০২ অক্টোবর ২০২৪ বুধবার, ০১:১৯  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ইরানের হামলার পর বাড়ল তেলের দাম

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে তেলের দাম বেড়েছে। দুপক্ষের সংঘর্ষে মধ্যপ্রাচ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ বাঁধার আশঙ্কা আরও তীব্র হয়েছে। এই শঙ্কা সত্যি হলে, আন্তর্জাতিক তেল বাণিজ্যের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিকভাবে অপরিশোধিত তেলের দাম একদিনে ব্যারেল প্রতি ১ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৪ ডলারে ঠেকেছে। মঙ্গলবার লেনদেনের সময় এই দাম একলাফে ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, ইরান বিশ্বের ৭ম বৃহত্তম ও তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের ৩য় বৃহত্তম সদস্যরাষ্ট্র। এই অঞ্চলে কোনও সামরিক অস্থিরতা হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ কুয়েত ও ওমানের মাঝে অবস্থিত এই নৌপথ দিয়ে পরিচালিত হয়ে থাকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকসহ অন্যান্য ওপেক সদস্যরাও এই প্রণালি দিয়েই তাদের অধিকাংশ বাণিজ্য সম্পন্ন করে থাকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ