facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ মার্চ সোমবার, ২০২৫

Walton

ইরানে এবার পাকিস্তানের হামলা: প্রতিবেদন


১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ১০:০৯  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ইরানে এবার পাকিস্তানের হামলা: প্রতিবেদন

জইশ আল-আদল গ্রুপের সদরদপ্তরে হামলার জন্য তেহরানকে সতর্ক করার একদিন পরই বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পাকিস্তান ইরানে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে। পাকিস্তান দুটি বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পোস্টে হামলা করেছে বলে জানা গেছে। এরা হলো বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি।

এদিকে ইরাক ও সিরিয়ার পর এবার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত মঙ্গলবারের এই হামলায় দুই শিশু নিহত ও অন্য তিনজন আহত হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় দেশ হিসেবে ইরানের হামলার শিকার হলো পাকিস্তান। ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদ সংস্থা জানায়, জঙ্গিগোষ্ঠী জইশ আল আদলের সঙ্গে সংশ্লিষ্ট দুটি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান।

ওই হামলার জেরে গতকাল বুধবার ইসলামাবাদ পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তেহরান থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে ইসলামাবাদ। পাকিস্তান এই হামলাকে ‘অবৈধ কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে। পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

পাকিস্তান এই হামলার আগে আকাশসীমা লঙ্ঘনের জন্য ইরানের নিন্দা করে। বেআইনি কাজটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এর কোনো যৌক্তিকতা নেই বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে। বুধবার পাকিস্তান এই অবৈধ কাজের জবাব দেওয়ার অধিকার আছে বলে জানিয়েছিল। এর পরিণতির দায়ভার ইরানের ওপর পড়বে বলে জানায় মন্ত্রণালয়।

জইশ আল-আদলকে ইরান একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করে ২০১২। গোষ্ঠীটি সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সূত্র: এনডিটিভি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ